বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৪৪ ড. মোহাম্মদ আমীন

সেই সব সেইসব
সে জন্য সেজন্য
এ জন্য এজন্য
সৌকার্যার্থে সৌকর্যার্থে
সৌজন্যতা সৌজন্য
 
সৌন্দর্য্য সৌন্দর্য
সৌন্দর্য চর্চা সৌন্দর্যচর্চা
সৌন্দর্যতায় বিমূঢ় সৌন্দর্যে বিমুগ্ধ
সৌহৃদ্যতা সৌহৃদ্য
স্কুল মাস্টার স্কুলমাস্টার
 
স্তুপ স্তূপ
স্তূপকৃত স্তূপীকৃত
স্থায়ীভাবে স্থায়িভাবে
স্থুল স্থূল
স্নেহাষ্পদ স্নেহাস্পদ
 
স্পষ্ট বক্তা স্পষ্টবক্তা
স্ফূরণ স্ফুরণ
সচ্ছ স্বচ্ছ
সচ্ছন্দ স্বচ্ছন্দ
সাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্য
 
সতোসিদ্ধ সতঃসিদ্ধ
স্বতস্ফূর্ত স্বতঃস্ফূর্ত
সতন্ত্র স্বতন্ত্র
স্বতঃবিরোধ স্বতোবিরোধ
সত্তধিকারী স্বত্বাধিকারী (স্বত্ব + অধিকারী)
সপক্ষ স্বপক্ষ (নিজের দল বা স্বার্থ বোঝাতে)
স্বয়ংক্রীয় স্বয়ংক্রিয়
স্বয়ম্বর সভা স্বয়ংবরসভা
সরূপ স্বরূপ
সস্তি স্বস্তি
সাক্ষর স্বাক্ষর (দস্তখত অর্থে)
স্বজাত্যবোধ স্বাজাত্যবোধ
স্বাধীকার স্বাধিকার
স্বাধীনতোত্তর স্বাধীনতা-উত্তর
—————————————

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৪৪ ড. মোহাম্মদ আমীন

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৪৩ ড. মোহাম্মদ আমীন

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৪২ ড. মোহাম্মদ আমীন

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৪১ ড. মোহাম্মদ আমীন

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৪০ ড. মোহাম্মদ আমীন

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৩৯ ড. মোহাম্মদ আমীন

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৩৮ ড. মোহাম্মদ আমীন

শুবাচ গ্রুপ এর লিংক: www.draminbd.com

All Link

All Links/1

তিনে দুয়ে দশ: প্রথম পর্ব

তিনে দুয়ে দশ: দ্বিতীয় পর্ব

 

Language
error: Content is protected !!