বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৫ ড. মোহাম্মদ আমীন বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৫ ড. মোহাম্মদ আমীন সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন পাঞ্জেরী পাবলিকেশন্স লি. অশুদ্ধ শুদ্ধ আজন্ম লালিত আজন্মললিত আটপৌড়ে আটপৌরে আটালো আঠালো আড়ৎ আড়ত আড়ম্ভর আড়ম্বর আড়ষ্ঠ আড়ষ্ট আঁড়াআড়ি আড়াআড়ি আঁড়ি পাতা আড়ি পাতা আনবিক আণবিক আতিশয্যতা আতিশয্য আতংক আতঙ্ক আত্মস্যাৎ আত্মসাৎ আত্মীয়-স্বজন আত্মীয়স্বজন আদ্যপান্ত আদ্যোপান্ত আদ্যান্ত আদ্যন্ত আনন্দ মুখর আনন্দমুখর আনুষাঙ্গিক আনুষঙ্গিক আন্তরাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় আপদকালীন আপৎকালীন আপন জন আপনজন আপোষ আপস আপাততঃ আপাতত আপাতঃদৃষ্টে আপাতদৃষ্টে আপাত পরিবর্তিত আপাতপরিবর্তিত আপাত বিচারে আপাতবিচারে আপাতঃমধুর আপাতমধুর অবির্বাভ আবির্ভাব আবিস্কার আবিষ্কার আভাষ (ইঙ্গিত) আভাস অভ্যন্তরিক আভ্যন্তরিক কিন্তু অভ্যন্তরীণ বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৫ ড. মোহাম্মদ আমীন বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৪ ড. মোহাম্মদ আমীন বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৩ ড. মোহাম্মদ আমীন বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/২ ড. মোহাম্মদ আমীন বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১ ড. মোহাম্মদ আমীন All Link: শুবাচ-এর প্রয়োজনীয় লিংকসমূহ