বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৬ ড. মোহাম্মদ আমীন বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৬ ড. মোহাম্মদ আমীন সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন পাঞ্জেরী পাবলিকেশন্স লি. অশুদ্ধ শুদ্ধ আমদানী আমদানি আমুল আমূল আয়ত্ব আয়ত্ত আয়ত্ত্বাধীন আয়ত্তাধীন আরক্তিম আরক্ত আরাম্ভ আরম্ভ আদ্র আর্দ্র আলিংগন আলিঙ্গন আলোচনা পূর্বক আলোচনাপূর্বক আলচ্য আলোচ্য আশংকা আশঙ্কা আশীষ আশিস আশ্বস্থ আশ্বস্ত আশ্রয় চ্যুত আশ্রয়চ্যুত আষ্টে পৃষ্ঠে আষ্টেপৃষ্ঠে আস্তা আস্থা আহূতি আহুতি আহুত আহূত (আহূত সভা) আহ্ণিক আহ্নিক ইংগিত ইঙ্গিত ইচ্ছা মতো ইচ্ছামতো/ ইচ্ছেমতো ইতিপূর্বে ইতঃপূর্বে ইতঃস্তত ইতস্ততঃ ইতিমধ্যে ইতোমধ্যে ইত্যকার ইত্যাকার ইদানিং ইদানীং ইয়ত্বা ইয়ত্তা ইষ্ঠ ইষ্ট ইপ্সিত ঈপ্সিত ইষৎ ঈষৎ উগড়ে দেওয়া উগরে দেওয়া —————————————————————— বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৬ ড. মোহাম্মদ আমীন বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৫ ড. মোহাম্মদ আমীন বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৪ ড. মোহাম্মদ আমীন বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৩ ড. মোহাম্মদ আমীন বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/২ ড. মোহাম্মদ আমীন বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১ ড. মোহাম্মদ আমীন শুবাচের ওয়েবসাইট: www.draminbd.com All Link: শুবাচ-এর প্রয়োজনীয় লিংকসমূহ All Links/1 শুবাচ গ্রুপের ব্যাকরণিক লিংক