উচিৎ উচিত কিন্তু যাবৎ; তবে তফাত।
উচ্ছন্ন উৎসন্ন (উৎ+√সদ্+ত)
উশৃঙ্খল উচ্ছৃঙ্খল (উৎ+শৃঙ্খল)
উৎকর্ষতা উৎকর্ষ, উৎকৃষ্টতা
উদ্গীরণ উদ্গিরণ (উদ্+√গৃ ৃ+অন)
উপরোক্ত উপর্যুক্ত, উপরে উক্ত, উপরিউক্ত
উপর্যপুরি উপর্যুপরি
উজ্জল উজ্জ্বল কিন্তু প্রজ্বলন
উৎপাদন ব্যবস্থা উৎপাদনব্যবস্থা
উৎসাহ ব্যঞ্জক উৎসাহব্যঞ্জক
উত্তর প্রজন্ম উত্তরপ্রজন্ম
উত্যক্ত উত্ত্যক্ত কিন্তু ত্যক্ত
ঊনিশ উনিশ (কিন্তু ঊনবিংশ, অনুস্বার থাকলে ঊ হবে।)
উপরোক্ত উপর্যুক্ত বা উপরিউক্ত (উপর+উক্ত)
উপলক্ষ উপলক্ষ্য (লক্ষ্য থাকলেই কেবল উপল্যক্ষ্য হয়।)
সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন পাঞ্জেরী পাবলিকেশন্স লি.