বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/৯ ড. মোহাম্মদ আমীন
সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
অশুদ্ধ শুদ্ধ
এক হাত (আজ তোকে এক হাত দেখে নেব) একহাত(আজ তোকে একহাত দেখে নেব)
একহাত(একহাতে তালি বাজে না) এক হাত (এক হাতে তালি বাজে না)
একাগ্র চিত্তে একাগ্রচিত্তে
এককৃত একীকৃত (এক+চ্বি+কৃত)
এতদ্সত্ত্বেও এতৎসত্ত্বেও
এতুদ্দেশ্যে এতদুদ্দেশ্যে ( এতদ + উদ্দেশ্যে)
এত এ তো (এ তো দেখার বিষয়)
এ ত এত (এত টাকা আমি কী করব?)
এমন কি এমনকি (এমনকি তোমার মুখও দেখব না)