বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবি প্রথম সংঘটন

১৯৪৭ খ্রিষ্টাব্দের জুলাই মাসে ঢাকায় ‘গণ আজাদী লীগ’ বা ‘পিপলস ফ্রিডম লীগ’ নামক একটি সংঘটন প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলা ভাষা আন্দোলনের আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে। সংঘটনটির আহবায়ক ছিলেন কমরুদ্দিন আহমদ। মোহাম্মদ তোয়াহা, অলি আহাদ, তাজ উদ্দিন আহমদ প্রমূখ বামপন্থী নেতারা ‘গণ আজাদী লীগে’র সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ১৯৫০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে ‘গণ আজাদী লীগে’র নাম পরিবর্তন করে ‘সিভিল লির্বার্টিস লীগ’ রাখা হয়। কমরুদ্দিন আহমদের মতে ১৯৪৭ খ্রিষ্টাব্দের জুন মাসের শেষদিকে তাঁর বাসায় অনুষ্ঠিত একটি সভায় ‘গণ আজাদী লীগ’ বা ‘পিপল্স ফ্রিডম লীগ’ গঠিত হয়।

১৯৪৭ খ্রিষ্টাব্দের জুলাই মাসে ‘গণ আজাদী লীগে’র প্রথম ম্যানিফেস্টো প্রকাশ হয়। ‘গণ আজাদী লীগে’র ঘোষণায়, আমাদের মাতৃভাষা বাংলা উল্লে¬খ করে মাতৃভাষার সাহায্যে শিক্ষাদান এবং বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ভাষা হিসাবে প্রতিষ্ঠার দাবি ও দাবি পূরণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। ‘গণ আজাদী লীগ’ই প্রথম সংঘটন যা বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবী প্রথম বারের মতো আনুষ্ঠানিকভাবে উত্থাপন করে।

বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের প্রথম দাবি

Language
error: Content is protected !!