জুন-২১
বিশ্ব সংগীত দিবস।
১০৩৭ খ্রি. দার্শনিক, চিকিৎসক ও বিজ্ঞানী ইবন সিনার ইন্তেকাল
১৯৩৫ খ্রি. প্যারিসে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের ফ্যাসিবিরোধী প্রথম আন্তর্জাতিক সম্মেলন।
১৯৭০ খ্রি. ফুটবলে ব্রাজিলের তৃতীয়বার ‘জুলে রিমে’ কাপ বিজয় ও সে কাপের স্থায়ী অধিকার লাভ।
১৯৯১ খ্রি. কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যু।
জুন-২২
১৯১৯ খ্রি. প্রথম মহাযুদ্ধে পরাজিত জার্মানি ও মিত্রশক্তির মধ্যে ‘ভার্সাই চুক্তি’।
১৯৪১ খ্রি. হিটলারের রাশিয়া আক্রমণ।
১৯৬৭ খ্রি. রেডিও পাকিস্তান থেকে রবীন্দ্রসংগীত নিষিদ্ধ ঘোষণা।
১৮৮৯ খ্রি. কবি কালিদাস রায়ের জন্ম।
জুন-২৩
পলাশী দিবস : ১৭৫৭ খ্রি. পলাশীর যুদ্ধ।
১৯৪৯ খ্রি. পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত।
১৯৭৮ খ্রি. বাঙালি বৌদ্ধ অতীশ দীপঙ্করের দেহভস্ম চীন থেকে ঢাকা আনয়ন।
জুন-২৪
১৭৯৩ খ্রি. ফ্রান্সে প্রথম গণতান্ত্রিক সংবিধান গৃহিত হয়।
১৯৭৬ খ্রি. ইংলিশ লেখক লুইস লিমেনের জন্ম।
১৯৮৬ খ্রি. ইংরেজ ঔপন্যাসিক ও ঐতিহাসিক ওয়ার্নারের মৃত্যু।
জুন-২৫
১৫২৯ খ্রি. বঙ্গ বিজয়ের পর মোগল সম্রাট বাবর আগ্রা প্রত্যাবর্তন করেন।
১৯৫০ খ্রি. কোরিয়ার যুদ্ধ শুরু।
১৯৬০ খ্রি. কবি সুধীন্দ্রনাথ দত্তের মৃত্যু
২০০৯ খ্রি. কিংবদন্তি সংগীত-গুণী মাইকেল জ্যাকসনের মৃত্যু
জুন-২৬
১৮৩৮ খ্রি. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম।
১৯৪৫ খ্রি. সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষর।
জুন-২৭
১৫৫৬ খ্রি. কুচবিহারের মহারাজা নরনারায়ণের অহমরাজ স্বর্গ-নারায়ণের কাছে লেখা চিঠির অংশ : প্রাচীনতম বাংলা গদ্যের রূপ।
১৮৩৮ খ্রি. কথাসাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম।
জুন-২৮
১৭১২ খ্রি. ফরাসি দার্শনিক জ্যঁ জ্যাক রুশোর জন্ম।
১৯১৪ খ্রি. অস্ট্রিয়ার আকৃডিউক ফ্রান্সিস কার্ডিন্যান্ড আততায়ীর হাতে নিহত, যার পরিণতি প্রথম বিশ্বযুদ্ধ।
১৯৮৬ খ্রি. কৃষকনেতা হাজী মোহাম্মদ দানেশের মৃত্যু।
জুন-২৯
১৫৩৩ খ্রি. চৈতন্যদেবের মৃত্যু
১৮৭৩ খ্রি. কবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু।
১৭৫৭ লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন।
জুন-৩০
১৭৫৭ খ্রি. নবাব সিরাজউদ্দৌলা নিহত।
১৮৫৫ খ্রি. সাঁওতাল বিদ্রোহ।
০৬৫৬ ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.) খেলাফত লাভ।
১৭৫৭ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ত্রিশ হাজার সেনা নিয়ে ইংরেজ অধিকৃত কোলকাতা দখল।
১৭৫৭ নবাব সিরাজ-উদ-দৌলা স্বীয় পত্নী ও কন্যাসহ পালিয়ে যাবার সময় ধৃত।
১৯৩৭ বশ্বের প্রথম জরুরি টেলিফোন নম্বর, ৯৯৯ লন্ডনে চালু।
১৯৫৭ আওয়ামী লীগের প্রাদেশিক প্রধান, মাওলানা ভাসানী দলের সভাপতি হিসেবে পদত্যাগ করেন।
১৯৭১ ‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিনিধি সিডনি শ্যানবার্গকে ঢাকা থেকে বহিষ্কার।
১৯৯১ দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান ঘটে।
২০০২ বিশ্বের সবচেয়ে বড়ো পাটকল আদমজী জুট মিল বন্ধ।
২০১১ বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ।