বাংলাদেশের তারিখ : জানুয়ারি/৩ : গুরুত্বপূর্ণ ঘটনা
ফেব্রুয়ারি-১১
১৮৪৭ খ্রি. বিজ্ঞানী টমাস আলভা এডিসনের জন্ম।
১৯৭৪ খ্রি. সাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মুজতবা আলীর মৃত্যু।
ফেব্রুয়ারি-১২
বিশ্ব ডারউইন দিবস : বিজ্ঞানী চার্লস ডারউইনের জন্মবর্ষে বিশ্বব্যাপী অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বিরুদ্ধে দিবসটি পালিত হয়। ক্যালিফোর্নিয়ার প্যালো আলতোর মানবতাবাদী সম্প্রদায় ১৯৬৫ খ্রিস্টাব্দে সর্বপ্রথম দিবসটি পালন শুরু করে। এরপর দিবসটি প্রতিবছর পালিত হয়ে আসছে।
১৮০৯ খ্রি. দাসপ্রথা বিলোপকারী মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের জন্ম।
১৯৭০ খ্রি. শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৬০ ফুট দীর্ঘ ‘নবান্ন’ চিত্র প্রদর্শন।
ফেব্রুয়ারি-১৩
১৯৬০ খ্রি. ফ্রান্সে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ।
১৯৮৫ খ্রি. ছাত্রনেতা রউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত হন।
১৯৮৬ খ্রি. নারী আন্দোলনের অন্যতম কর্মী আশালতা সেনের মৃত্যু।
ফেব্রুয়ারি-১৪
সুন্দরবন দিবস : ২০০১ খ্রি. বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়সহ ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত জাতীয় সুন্দরবন সম্মেলনে দিবসটি সুন্দরবন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ।
১৯৭২ খ্রি. ফ্রান্স কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান।
১৯৭৪ খ্রি. বাংলা একাডেমির উদ্যোগে প্রথম বাংলা সাহিত্য সম্মেলন : বিদেশ থেকে লেখকদের যোগদান।
১৯৮৩ খ্রি. মজিদ খান শিক্ষা কমিশন রিপোর্ট বাতিলের দাবিতে ছাত্র-বিক্ষোভ : পুলিশের গুলিতে জয়নাল, জাফর, কাঞ্চন ও দিপালী সাহা নিহত।
ফেব্রুয়ারি-১৫
বিশ্ব শিশু ক্যান্সার দিবস।
১৪৮৩ খ্রি. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের জন্ম।
১৮৬৯ খ্রি. কবি মীর্জা আসাদুল্লাহ খাঁ গালিবের মৃত্যু।
১৯৬৯ খ্রি. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা।
ফেব্রুয়ারি-১৬
১৭০৪ খ্রি. অবিভক্ত বাংলায় পুলিশী ব্যবস্থার প্রচলন হয়।
১৯৮২ খ্রি. প-িত, গবেষক ড. মুহম্মদ এনামুল হকের মৃত্যু।
১৯৮৪ খ্রি. মুক্তিবাহিনীর প্রধান জেনারেল মহম্মদ আতাউল গনি ওসমানীর মৃত্যু।
ফেব্রুয়ারি-১৭
১৮৫৯ খ্রি. কবি বিহারীলাল চক্রবর্তীর মাসিক পত্রিকা পূণির্মা প্রথম প্রকাশিত হয়।
১৮৯৯ খ্রি. কবি জীবনানন্দ দাশের জন্ম।
১৯৮০. শতাব্দীর শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
ফেব্রুয়ারি-১৮
১৫৬৪ খ্রি. শিল্পী মাইকেল এঞ্জেলোর জন্ম।
১৮৩০ খ্রি. প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা হ্যালহেডের মৃত্যু।
১৮৩৬ খ্রি. মানবতাবাদী ধর্মসংস্কারক রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম।
১৯৬৯ খ্রি. ঊনসত্তরের গণআন্দোলনে ড. শামসুজ্জোহা শহিদ।
১৯৭৯ খ্রি. জাতীয় সংসদ নির্বাচন।
ফেব্রুয়ারি-১৯
১৪৭৩ খ্রি. জ্যোতির্বিজ্ঞানী কোপার্নিকাসের জন্ম।
১৯০৪ খ্রি. ঢাকায় কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন।
১৯২৩ খ্রি. শিক্ষাবিদ ও সাহিত্যিক জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর জন্ম।
১৯৫১ খ্রি. সাহিত্যিক আঁদ্রে জিদের মৃত্যু।
২০১৮ খ্রি. চতুর্থ প্রজন্মের (ফোর-জি) টেলিযোগাযোগ সেবা চালু হয়।
বাংলাদেশের তারিখ : ফ্রেবুয়ারি/১ : গুরুত্বপূর্ণ ঘটনা