Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
বাংলাদেশের তারিখ : সেপ্টেম্বর /৩ : গুরুত্বপূর্ণ ঘটনা – Dr. Mohammed Amin

বাংলাদেশের তারিখ : সেপ্টেম্বর /৩ : গুরুত্বপূর্ণ ঘটনা

সেপ্টেম্বর-২১
১৮৩২ খ্রি. ঔপন্যাসিক ওয়াল্টার স্কটের মৃত্যু।
১৮৫৮ খ্রি. ব্রিটিশ সৈন্যদের হাতে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ বন্দি।

সেপ্টেম্বর-২২
১৭৯১ খ্রি. বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের জন্ম
১৯৭০ খ্রি. শরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
২০১৩ খ্রি.‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ অধ্যদেশ আকারে গেজেট প্রকাশিত।
১৭৩৫ খ্রি. ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রবার্ট ওয়ালপোলের১০ ডাউনিং স্ট্রিটে বসবাস শুরু।
১৮৬২ খ্রি. আব্রাহাম লিঙ্কনের ক্রীতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর
১৯৯৭ খ্রি. সশস্ত্র বাহিনীর উদ্যোগে ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপিত।

সেপ্টেম্বর-২৩
১৯৩৯ খ্রি. কবি ডব্লিউ. বি ইয়েটেসের মৃত্যু।
১৯৫৮ খ্রি. পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের অধিবেশন চলাকালে ডেপুটি স্পিকার শাহেদ আলী আহত : মৃত্যু (২৬. ১১. ১৯৫৮)।
১৯৭৩ খ্রি. কবি পাবলো নেরুদার মৃত্যু।
১৯৮৯ খ্রি. কবি, সমালোচক এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আবু হেনা মোস্তফা কামালের মৃত্যু।

সেপ্টেম্বর-২৪
মীনা দিবস।
১৮৪৮ খ্রি. লন্ডনে কমিউনিস্ট ইশহেতার প্রকাশ।
১৮৪৪ খ্রি. কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।
১৮৬২ খ্রি. ফরায়েজি আন্দোলনের নেতা দুদু মিয়ার মৃত্যু।

সেপ্টেম্বর-২৫
১৮৯৫ খ্রি. বিজ্ঞানী পাস্তুরের মৃত্যু।
১৯৭৪ খ্রি. জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে প্রধানমন্ত্রী জাতির। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন।

সেপ্টেম্বর-২৬
১৮২০ খ্রি.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম।
১৮৮৮ খ্রি. কবি-নাট্যকার টি. এস. এলিয়টের জন্ম।
১৯৮৯ খ্রি. হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যু।
১৯৯০ খ্রি. ইতালীর খ্যাতনামা উপন্যাসিক আলবার্টো মোরাভিয়ার মৃত্যু।

সেপ্টেম্বর-২৭
বিশ্ব পর্যটন দিবস।
১৯৩৩ খ্রি. কবি কামিনী রায়ের মৃত্যু।
১৯৮৪ খ্রি. সামরিক শাসনবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ নেতা ময়েজউদ্দীন আহমদ নিহত।
২০১৬ খ্রি. সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যু।

সেপ্টেম্বর-২৮
বিশ্ব জলাতঙ্ক দিবস।
১৯৪৭ খ্রি. গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম।
১৯৭৭ খ্রি. জাপান এয়ারলাইন্সের ছিনতাই করা বিমানের ঢাকায় অবতরণ।

সেপ্টেম্বর-২৯
বিশ্ব হার্ট দিবস।
১৯৪২ খ্রি. প্রথম বাংলা লাইনো টাইপে মুদ্রণ : আনন্দবাজার পত্রিকা।
১৫৪৭ খ্রি. স্প্যানিশ নাট্যকার কবি ও লেখক শিগুয়েল ডি সারভেনটেসের জন্ম।
১৮২৯ খ্রি. পুলিশ বাহিনী লন্ডনে প্রথম দায়িত্ব পালন শুরু করে।
১৮৯২ খ্রি. বিশ্বে প্রথম রাতে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
১৯৩৯ খ্রি. ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
১৯৮৮ খ্রি. মওলানা আবুল কালাম আজাদ লিখিত ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থের অপ্রকাশিত অংশ দিল্লি হাইকোর্টে খোলা হয়।
১৯৯২ খ্রি. চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফাইট চালু হয়।

সেপ্টেম্বর-৩০
জাতীয় কন্যা শিশু দিবস এবং আন্তর্জাতিক অনুবাদ দিবস।
৩০৯ ব. সুফি ও ধর্মত্ত্ববিদ মনসুর আল হাল্লাজের মৃত্যুদ- কার্যকর।
১৩২৫ খ্রি. স্বভাবকবি গোবিন্দ দাসের মৃত্যু।
১৮৬০ খ্রি. ব্রিটেনে প্রথম ট্রাম চালু।
১৮৮২ খ্রি. প্রথম থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু।
১৯২৮ খ্রি. পেনিসিলিনের আবিষ্কারের কথা প্রথম ঘোষিত।
১৯২৯ খ্রি. বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।
১৯৩৮ খ্রি. জার্মানিতে ঐতিহাসিক মিউনিখ সম্মেলন অনুষ্ঠিত।
১৯৩৯ খ্রি. ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
১৯৫৩ খ্রি. পুথি সংগ্রাহক ও গবেষক আবদুল করিম সাহিত্যবিশারদের মৃত্যু।
১৯৭৮ খ্রি. ঢাকা পৌরসভাকে কর্পোরেশনে রূপান্তর।
১৯৯২ খ্রি. বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু ।
১৯৯৩ খ্রি. ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।

বাংলাদেশের তারিখ : সেপ্টেম্বর /২ : গুরুত্বপূর্ণ ঘটনা