ক্যাডার গঠন
১৯৮০ খ্রিষ্টাব্দের ১লা সেপ্টেম্বর এক সংবিধিবদ্ধ আদেশ বলে ১৪টি ক্যাডার গঠন করা হয়। যেগুলোতে অতীতের সকল সার্ভিসকে কর্ম ও দায়িত্ব অনুযায়ী আত্মীকরণ করে নেওয়া হয়। ১৯৮৬ খ্রিষ্টাব্দের ৩১ শে অগাস্ট সরকার এক সংশোধন বিজ্ঞপ্তিবলে ক্যাডারের সংখ্যা ৩০-এ উন্নীত করা হয়।
এসএসপি ক্যাডার গঠন
এসএসপিকে একটা পৃথক ক্যাডার হিসেবে গঠনের ব্যাপারে সরকার প্রয়োজনীয় বিধি প্রণয়ন করে এবং ১৯৭৯ খ্রিষ্টাব্দে সেই বিধি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে। তবে এসএসপিতে রিক্রুটমেন্টের জন্য লিখিত পরীক্ষার পাঠ্যসূচি নিয়ে সরকারি কর্ম কমিশনের সঙ্গে একমত হতে সরকারের দীর্ঘ ১০ বছর সময় লেগে যায়। প্রকাশ্যে জ্ঞাত নয় এমন কিছু কারণে এসএসপিতে রিক্রুমেন্টের চেষ্টা ১৯৮৯ খ্রিষ্টাব্দে ব্যর্থ হয়ে যায়।
এসএসপি বিলুপ্ত
১৯৮৯ খ্রিষ্টাব্দের ১২ই জুলাই এসএসপি বিলুপ্ত হয়ে যায়। বিসিএস (প্রশাসন) ও বিসিএস (সচিবালয়) একীভূত করার ফলে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারের সংখ্যা ২৯-এ নেমে আসে।
ক্যাডার ও ক্যাডারের সংখ্যা
১৪টি সাধারণ ও ১৩টি পেশাগত/কারিগরি, সর্বমোট ২৬টি ক্যাডার রয়েছে।
সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)
বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার)
বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব)
বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়)
বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি)
বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা)
বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য)
বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র)
বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)
বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)
বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)
বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহণ ও বাণিজ্যিক)
বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)
বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)
প্রফেশনাল ক্যাডার
বিসিএস (সড়ক ও জনপথ)
বিসিএস (গণপূর্ত)
বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল)
বিসিএস (বন)
বিসিএস (স্বাস্থ্য)
বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
বিসিএস (পশু সম্পদ)
বিসিএস (মৎস)
বিসিএস (পরিসংখ্যান, গবেষণা কর্মকর্তা)
বিসিএস (কারিগরী শিক্ষা)
বিসিএস (কৃষি)
বিসিএস (খাদ্য)
বিসিএস (সাধারণ শিক্ষা)
বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস-এর ইতিবৃত্ত
ড. মোহাম্মদ আমীন, বিসিএস(প্রশাসন), দশম ব্যাচ।