অক্টোবর-১
আন্তর্জাতিক প্রবীণ দিবস।
খ্রিষ্টপূর্ব ৩৩১ খ্রি. আলেকজান্ডারের কাছে গাউগামেলার যুদ্ধে পারস্যের তৃতীয় দারায়ুস পরাস্ত।
১৭৮০ খ্রি. কলকাতা শহরের বৈঠকখানা রোডের বাড়িতে আজকের আলিয়া মাদরাসা শিক্ষাধারার পত্তন।
১৭৯১ খ্রি. ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত।
১৭৯২ খ্রি. ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু।
১৮৩৮ খ্রি. প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ শুরু।
১৮৫৪ খ্রি. ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু।
১৮৬৪ খ্রি. পোস্ট অফিসের মাধ্যমে মানিঅর্ডার পদ্ধতি প্রবর্তন।
১৮৬৯ খ্রি. অস্ট্রিয়ায় প্রথম পোস্টকার্ড চালু হয়।
১৯০৯ খ্রি. ভাগলপুরে বেগম রোকেয়ার ভাগলপুর সাখাওয়াৎ মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা।
১৯৪৬ খ্রি. ন্যুরেমবার্গ ট্রায়ালে নাজি জার্মান নেতারা দোষী সাব্যস্ত।
১৯৪৯ খ্রি. গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা।
১৯৭৪ খ্রি. যুক্তরাষ্ট্রে ওয়াটার গেট কেলেংকারির বিচার শুরু।
১৯৮৯ খ্রি. বিশ্বে সর্বপ্রথম ডেনমার্কে সমকামীদের বিয়ে অনুমতি প্রদান।
১৯৯৯ খ্রি. বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’খ্রি. এর পথচলা শুরু।
২০০১ খ্রি. অষ্টম সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের জয়।
অক্টোবর-২
জাতীয় পথশিশু দিবস।
১১৮৬ খ্রি. ক্রুসেডের যুদ্ধে মুসলিম সেনাপতি সালাউদ্দীন আইয়ুবি বায়তুল মোকাদ্দাস মুক্ত করতে সক্ষম হন।
১৭৮০ খ্রি. মার্কিন স্বাধীনতা আন্দোলন জন এ্যান্ড্রে-কে ফাঁসি।
১৭৯০ খ্রি. মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু।
১৮৬০ খ্রি. মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) জন্ম।
১৮৬৮ খ্রি. কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়।
১৯২২ খ্রি. চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি।
১৯৩৪ খ্রি. জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ।
১৯৫৫ খ্রি. সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৫৮ খ্রি. ঘানা ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন।
১৯৭২ খ্রি. বোম্বেতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু।
১৯৭৭ খ্রি. ঢাকা সেনানিবাস ও বিমান বন্দরে সেনা বিদ্রোহ, ১১ জন অফিসার নিহত।
১৯৮৩ খ্রি. বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের আত্বপ্রকাশ ঘটে।
১৯৯০ খ্রি. ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।
১৯৯৬ খ্রি. মাদার তেরেসার মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্মানিক নাগরিকত্ব লাভ।
অক্টোবর-৩
১৭৯১ খ্রি. ভারতীয় উপমহাদেশের প্রথম মাসিক পত্রিকা ‘ক্যালকাটা ম্যাগাজিন অ্যান্ড ওরিয়েন্টাল মিউজিয়াম’ প্রকাশিত।
১৮৬৬ খ্রি. ভিয়েনায় অস্ট্রিয়া ও ইতালির মধ্যে ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত।
১৯৩২ খ্রি. ইরাকের ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা।
১৯৪৫ খ্রি. বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত।
১৯৭৮ খ্রি. বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম।
১৯৮০ খ্রি. বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা।
১৯৯০ খ্রি. অক্টোবরে পূর্ব ও পশ্চিম জার্মানির একত্রিত হবার ঘোষণা।
১৯৯৩ খ্রি. সাহিত্যিক গোপাল হালদারের মৃত্যু
২০০১ খ্রি. সংগীতসাধক বারীণ মজুমদারের মৃত্যু
অক্টোবর-৪
বিশ্ব প্রাণী দিবস
১৩৩৭ খ্রি. (৭৫৮ হিজরি) খলিফা মনসুর বাগদাদের ভিত্তি স্থাপন করেন।
১৫৩৫ খ্রি. ইংরেজি ভাষার প্রথম বাইবেল ছাপা সম্পন্ন।
১৮৫৫ খ্রি. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে বিধবা বিবাহ আইন প্রবর্তিত।
১৮৮৭ খ্রি. কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়।
১৯১১ খ্রি. সাধারণের ব্যবহারের জন্য প্রথম লন্ডনের পাতাল রেলস্টেশন চালু।
১৯৫৭ খ্রি. স্পুটনিক-১ উৎক্ষেপণের মাধ্যমে মহাশূন্য অভিযানের সূচনা।
১৯৫৮ খ্রি. আটলান্টিক পারাপারে নিয়মিত বিমান চলাচল শুরু।
১৯৫৯ খ্রি. সোভিয়েত নভোযান লুনিক-৩ প্রথম চাঁদের সবচে কাছে গিয়ে ছবি তোলে।
১৯৬৬ খ্রি. লেসোথা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
অক্টোবর-৫
বিশ্ব শিক্ষক দিবস।
১৭৮৯ খ্রি. ফরাসি বিপ্লবের সূচনা।
১৭৯৬ খ্রি. ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা।
১৮৬৪ খ্রি. ঘূণিঝড়ে কলকাতাও সংলগ্ন অঞ্চলে ১৭ হাজার লোকের মৃত্যু।
১৯১৪ খ্রি. জার্মান ও ফরাসি বিমান আক্রমণের মাধ্যমে প্রথম আকাশ যুদ্ধ শুরু।
১৯৭৫ খ্রি. প্রেসিডেন্টের এক অধ্যাদেশ বলে রক্ষীবাহিনীর সকল সদস্য বাংলাদশ সোনাবাহিনীতে অন্তর্ভুক্ত।
১৯৮৯ খ্রি. কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ফতিমা বিবি ভারত সুপিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি মনোনীত।
১৯৯০ খ্রি. একীভূত জার্মানির প্রথম সংসদ অধিবেশন হয়।
অক্টোবর-৬
১৭০২ খ্রি. ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন হয়।
১৭৬৯ খ্রি. ক্যাপটেন কুক-এর নিউজিল্যান্ডে পদার্পণ।
১৮৬০ খ্রি. ভারতীয় দন্ডবিধি, আইনে পরিণত হয়। তবে কার্যকারিতা শুরু ১ জানুয়ারি ১৮৬২ খ্রি. ১লা জানুয়ারি।
১৮৯২ খ্রি. কবি আলফ্রেড টেনিসনের মৃত্যু
১৮৯৩ খ্রি. বিজ্ঞানী ড. মেঘনাদ সাহার জন্ম
১৯২৮ খ্রি. চিয়াং কাইশেক চীনের রাষ্ট্রপতি।
১৯৭৩ খ্রি. ইসরাইলের সঙ্গে মিশর-সিরিয়ার যুদ্ধ শুরু।
১৯৭৩ খ্রি. ইসরাইল-আরব যুদ্ধ
অক্টোবর-৭
১৮২৬ খ্রি. প্রথম মধ্যাকর্ষণ শক্তি সম্পন্ন আমেরিকান রেল পথ চালু।
১৯৩২ খ্রি. রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত।
১৮৪৯ খ্রি. মার্কিন সাহিত্যিক এডগার অ্যালান পোর মৃত্যু
১৯৫০ খ্রি. কলকাতায় মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠিত হয়।
১৯৫৮ খ্রি. পাকিস্তানে শাসনতন্ত্র বাতিল ও সামরিক শাসক জারি।
১৯৬৭ খ্রি. নোবেল বিজয়ী সাহিত্যিক ও সাংবাদিক নরম্যান এঞ্জেলের মৃত্যু
অক্টোবর-৮
৬২৪ খ্রি. (২ হিজরি) কিবলা বায়তুল মোকাদ্দাস হতে কাবায় পরিবর্তন করা হয়।
১৮৬২ খ্রি. সংগীত জগতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্ম।
১৮৯২ খ্রি. ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ভূপেন্ড কুমার দত্তের জন্ম।
২০০৫ খ্রি. উত্তর পূর্ব পাকিস্তানে কাশ্মীরের কেন্দ্রীয় শহর মোজাফ্ফারাবাদে সাত দশমিক ছয় রিক্টার স্কেলের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। প্রায় ৯০ হাজার মানুষ নিহত এবং ৩৩ লাখ মানুষ আহত।
২০১৪ খ্রি. ভাষা সংগ্রামী আবদুল মতিনের মৃত্যু।
অক্টোবর-৯
বিশ্ব ডাক দিবস।
১৮৭৪ খ্রি. বিশ্ব ডাক ব্যবস্থা চালু হয়।
১৮৯৯ খ্রি. লন্ডনে প্রথম পেট্রোলচালিত মোরটরযান চলাচল শুরু।
১৯৬২ খ্রি. আফ্রিকার উগান্ডা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ।
১৯৯৬ খ্রি. সাহাবুদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতি হন।
১৯৬৭ খ্রি. বিপ্লবী চে গুয়েভারা শত্রুপক্ষের গুলিতে নিহত।
১৯৮১ খ্রি. জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের মৃত্যু।
২০০৪ খ্রি. আফগানিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু।
অক্টোবর-১০
বিশ্ব মানসিক স্বাস্থ দিবস।
১৮৬০ খ্রি. দ-বিধি দিবস।
১৯০২ খ্রি. হল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালতের প্রথম বৈঠক বা এজলাস।
১৯১১ খ্রি. চীনে দু হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে।
১৯১৩ খ্রি. পানামা খালের গাম্বোয়া বাধ ভেঙে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর একাকার।
১৯৪২ খ্রি. কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত (মৃত্যুর পূর্ব পর্যন্ত সুস্থ হননি) হন।
১৯৬৭ খ্রি. প্রায় একশোটি দেশের মধ্যে মহাশূন্য চুক্ত স্বাক্ষর।
১৯৭০ খ্রি.প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপ ফিজি দ্বীপপুঞ্জ ব্রিটেন থেকে স্বাধীন।
১৯৭১ খ্রি. কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহর মৃত্যু।
১৯৯০ খ্রি. স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে ছাত্র জেহাদ শহিদ।
১৯৯২ খ্রি. থেকে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ’ পালন করা হচ্ছে।