বাংলায় আর্য আগমন

বাংলায় আর্য-আগমন
আর্যরা বাংলায় এসেছিল বৈদিক যুগের শেষদিকে বা তারও পরে। ধনসম্পদে পূর্ণ উর্বর দেশ বাংলা জয় করার জন্য তারা বহু বার চেষ্টা করেছে, কিন্তুবাংলার মানুষের প্রবল প্রতিরোধের মুখে পরাজিত হয়েছে। পরাজয়ে বেদনা আর ক্ষোভ নিয়ে আর্যগ্রন্থ নিন্দা করেছে বাংলার মানুষের। বলেছে ও দেশটির মানুষ বর্বর। তারা পাখির মতো কিচির মিচির করে কথা বলে। আর্যরা তাই অমনদেশে বাস করতে চায়নি, তবে ৩০০ খ্রিষ্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজের সম্রাটরা যখন বাংলার এক অংশ দখল করে নেয় তখন আর্যরা তাদের পিছু পিছু বাংলায় প্রবেশ করে।

Language
error: Content is protected !!