মঈন উদ্দিন
বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে ‘ প্রাক্তন ‘ শব্দের স্ত্রীলিঙ্গ লিখেছে ‘ প্রাক্তনী ‘ – পৃষ্ঠা নং- ৮৭৮
আবার ‘ পুনর্মিলনী ‘ শব্দের অর্থ বোঝাতে গিয়ে লিখেছে – ” শিক্ষায়তন বা কোনো প্রতিষ্ঠানের ‘ প্রাক্তনীদের ‘একত্রমিলিত হওয়ার উৎসব। পৃষ্ঠা নং – ৮৩২
এখানে ‘ প্রাক্তনী ‘ শব্দটি উভয়লিঙ্গ বোঝাতে ব্যবহার করা হয়েছে।
এখন, প্রশ্ন হলো ‘ প্রাক্তনী ‘ শব্দটি একই সাথে স্ত্রীলিঙ্গ ও উভয়লিঙ্গ হয় কীভাবে?
সুত্র : মইন উদ্দিন, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)।