বাংলা একাডেমির মাথায় গন্ডগোল আছে প্রচুর

ড. মোহাম্মদ আমীন  
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত ‘গন্ডগোল’ শব্দের অর্থ গোলমাল, বিশৃঙ্খল, বিবাদ, ঝগড়া, কোলাহল প্রভৃতি। শব্দটির বানানে ড-য়ে দন্ত্য-ন। একই অভিধানমতে, হিন্দি ‘ঠান্ডা’ (ঠ-য়ে দন্ত্যন) শব্দের অর্থ বিশেষণে—শীতল, স্নিগ্ধ, শান্ত, শীতলকারী এবং বিশেষ্যে হিম, শৈত্য প্রভৃতি।
‘ঠান্ডা’ তৎসম (হিন্দি) শব্দ নয়। তাই শব্দটির বানান নিয়ে তেমন গন্ডগোল নেই। কেননা, অতৎসম শব্দের বানানে মূর্ধন্য-ণ ব্যবহার হয় না। তবে ‘গন্ডগোল’ শব্দের অর্থের মতো এর বানান নিয়েও যথেষ্ট ‘গন্ডগোল’ আছে। এই গন্ডগোল সৃষ্টি করেছে  বাংলা বানান নিয়ে গন্ডগোল সাজাতে ওস্তাদ বাংলা একাডেমি। সংস্কৃত ‘গণ্ড’ এবং ফারসি ‘গোল’ শব্দের মিলন ঘটিয়ে বাংলা একাডেমি গন্ডগোল শব্দটি জন্ম দিয়েছে।  সংস্কৃত ‘গণ্ড(স. গম্+ড)-এর ফারসি গোল (ফা. গল ﻏﻝ) শব্দের সঙ্গে জাত-বেজাত বিবেচনাহীন অসম মিলনই ‘গন্ডগোল’ শব্দের গন্ডগোলের মূল কারণ। অথচ গণ্ডকূপ, গণ্ডগাত্র, গণ্ডগ্রাম, গণ্ডদেশ, গণ্ডমালা, গণ্ডমূর্খ, গণ্ডশিলা, গণ্ডস্থল প্রভৃতি শব্দ নিয়ে কোনো গন্ডগোল নেই— সবটাই সংস্কৃত শব্দ। 
সংস্কৃত ‘গণ্ড’ ফারসি ‘ গোল’-এর সঙ্গে মিলিত হওয়ার পর সৃষ্ট ‘গন্ডগোল’ উচ্চবংশীয় বলে পরিচিত ‘মূর্ধন্য-ণ’ হারিয়ে এবং তৎসমত্ব চ্যুত হয়ে গন্ডগোলের কারণ হয়ে দাঁড়ায়। ফলে বাংলা একাডেমি গন্ডগোল বানান থেকে মূর্ধন্য-ন সরিয়ে দেয়।
এখন আসি ‘কাণ্ডকারখানা’ শব্দে। কাণ্ডকারখানা শব্দের জন্মসূত্র ও জন্মমিলনও অবিকল ‘গন্ডগোল’ শব্দের জন্মের মতো।  বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, কাণ্ড+কারখানা= কাণ্ডকারখানা‘কাণ্ড’ সংস্কৃত শব্দ তাই এর বানানে মূর্ধন্য-ণ। ‘কারখানা’ ফারসি শব্দ। সংস্কৃত ‘কাণ্ড’ শব্দের সঙ্গে ফারসি ‘কারখানা’ শব্দের মিলনের ফল হলো ‘কাণ্ডকারখানা’। অর্থাৎ ‘গণ্ড’ আর ‘গোল’ এর মতো ‘কাণ্ড’ আর ‘কারখানা’ যুক্ত হয়ে কাণ্ডকারখানা গঠিত হয়েছে। সংষ্কৃত ‘গণ্ড’ শব্দটি ফারসি ‘গোল’ এর সঙ্গে যুক্ত হলে যদি মূর্ধন্য-ণ হারিয়ে ফেলে তাহলে কাণ্ডকারখানা বানানের ‘কাণ্ড’ অংশে মূর্ধন্য থেকে গেল কেন? বাংলা একাডেমি কী জবাব দেবেন? কেন আপনাদের এমন অস্থিরতা? আপনাদের মাথাটা কি পুরোটাই ভরে গেছে গণ্ডগোলে?
—————————————-

All Link

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র : পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

প্রশাসনিক প্রাশাসনিক  ও সমসাময়িক ও সামসময়িক

বিবিধ এবং হযবরল : জ্ঞান কোষ

সেবা কিন্তু পরিষেবা কেন

ভাষা নদীর মতো নয় প্রকৃতির মতো

এককথায় প্রকাশ

শব্দের বানানে অভিধানের ভূমিকা

আফসোস নিয়ে আফসোস

লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন

ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু

যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা

প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/২

গীতাঞ্জলি

রবীন্দ্রনাথের ডাকঘর

রবীন্দ্রনাথের রাজা

রবীন্দ্রনাথের চতুরঙ্গ

রবীন্দ্রনাথের মুক্তধারা

Language
error: Content is protected !!