খুরশেদ আহমেদ, প্রশাসক, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)
প্রিয় বাংলা একাডেমি কর্তৃপক্ষ,
ব্যবহারিক ও ব্যাবহারিক – এই দুটি বানানরূপ নিয়ে আমি বিপদগ্রস্ত; এবং এর জন্য আপনারা দায়ী।
আপনাদের বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান [পরিমার্জিত সংস্করণ ডিসেম্বর ২০০০] সেই ২০০০ সালে প্রকাশিত হওয়ার
অথচ, ২০০৮ সালে প্রকাশিত বাংলা একাডেমি বাংলা বানান-অভিধানে [পরিমার্জিত ও পরিবর্ধিত তৃতীয় সংস্করণ ফেব্রুয়ারি ২০০৮] ‘ব্যবহারিক’ শব্দটি নেই; আছে কেবলই ‘ব্যাবহারিক’।
আবার, ২০১৪ সালে, ‘ব্যবহারিক’ বানানরূপটি ঝান্ডা উড়িয়ে দৃশ্যত বৈয়াকরণ-সমর্থিত নিজের
কিন্তু, তারপর, ২০১৬ সালে, সদ্য-প্রকাশিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান [প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০১৬] এই শব্দটির বানান-প্রসঙ্গে বাংলা একাডেমি বাংলা বানান-অভিধানের অবস্থানকেই নিশ্চিত করল: এতে ঠাঁই পেল না ‘ব্যবহারিক’; ঠাঁই পেল কেবলই ‘ব্যাবহারিক’।
প্রমিত বলে যে-বানানটিকে এতকাল আমরা আপনাদের কল্যাণে জেনেছি, শিখেছি এবং ব্যবহার করে চলেছি,
আপনারা কি অনুগ্রহ করে আমাকে জানাবেন প্রমিত বানান কোনটি: ব্যবহারিক, না ব্যাবহারিক?
সবিনয়ে আপনাদের জানিয়ে রাখি, আমার জিজ্ঞাসিত প্রমিত বানানটির ব্যাপারে শুদ্ধ বানান চর্চা – শুবাচ-
আপনাদের কাছ থেকে যথাসম্ভব শীঘ্র জবাব পাব – এ প্রত্যাশায় আপনাদেরকে আগাম ধন্যবাদ।
খোরশেদ আহমেদ
শুবাচি ও বাংলাদেশের নাগরিক।
সূত্র : প্রিয় বাংলা একাডেমি