বাংলা একাডেমি নির্ধারিত সর্বশেষ প্রমিত বানান
সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
বাংলা একাডেমি আসলে কোনো বানান পরিবর্তন করেনি। ১৯৩৬ খ্রিষ্টাব্দের প্রণীত বিধিমালা অনুসরণ করছে মাত্র। আমাদের তা জ্ঞাত ছিল

না এবং জ্ঞাত করানোর কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বাংলা একাডেমি-সহ যথাযথ কর্তৃৃপক্ষের উপযুক্ত প্রচার না-থাকায় দীর্ঘকাল যাবত অনেকগুলো শব্দের ভুল বানান শুদ্ধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।সম্প্রতি শুবাচের কারণে তা অনেকের দৃষ্টিতে আসে। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের সর্বশেষ বানান অনুযায়ী সংকলিত হয়েছে ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র। এই বানানগুলো পূর্ব থেকে বিদ্যমান। কিন্তু আমাদের জানা ছিল না। আমরা অনেকে ভুল শব্দে অভ্যস্ত হয়ে পড়ি। ফলে শুবাচ যখন শুদ্ধ শব্দগুলো জনসমক্ষে আনয়ন করে তখন অনেকে শুদ্ধ বানানকে অশুদ্ধ মনে করতে থাকে। এরূপ কিছু শব্দের বানান নিচে দেওয়া হলো:
ভুল শুদ্ধ
আকাংখা আকাঙ্ক্ষা
দৈন্যতা দৈন্য/ দীনতা
দারিদ্রতা দারিদ্র্য/ দরিদ্রতা
ভুল শুদ্ধ
কৃচ্ছ্রতাকৃচ্ছ্র
উৎকর্ষতাউৎকর্ষ
সখ্যতাসখ্য
লজ্জাষ্করলজ্জাকর
দূর্গাদুর্গা
ধুমপানধূমপান
নূন্যতমন্যূনতম
স্ববান্ধবসবান্ধব
ইংরেজী ইংরেজি
জানুয়ারী জানুয়ারি
ফেব্রুয়ারী ফেব্রুয়ারি
স্বরণীসরণি
মূহুর্তমুহূর্ত
মুমুর্ষ মুমূর্ষু
স্বার্থক সার্থক
মুখস্ত মুখস্থ
প্রতিযোগীতা প্রতিযোগিতা
বিদ্যুতবিদ্যুৎ
দেশাত্ববোধকদেশাত্মবোধক
তরী তরি
রজনী রজনি
অনুষ্ঠিতব্য অনুষ্ঠাতব্য
মহামারী মহামারি
বিবাদমান বিবদমান
নামাজ, রোজা, অজু/ওজুু, আজান, ফজিলত, মিরাজ. ওয়াজিব, জানাজা
মসজিদ, জিয়ারত, ফরজ, জাকাত. কুরবানি/কোরবানি, জবেহ
ভুল শুদ্ধ
আকাংখা আকাঙ্ক্ষা
ভুল শুদ্ধ
দৈন্যতা দৈন্য/ দীনতা
দারিদ্রতা দারিদ্র্য/ দরিদ্রতা
ভুল শুদ্ধ
কৃচ্ছ্রতা কৃচ্ছ্র
উৎকর্ষতাউৎকর্ষ
সখ্যতাসখ্য
লজ্জাষ্কর লজ্জাকর
দূর্গাদুর্গা
ধুমপানধূমপান
নূন্যতম ন্যূনতম
স্ববান্ধবসবান্ধব
ইংরেজী ইংরেজি
জানুয়ারী জানুয়ারি
ফেব্রুয়ারী ফেব্রুয়ারি
স্বরণী সরণি
মূহুর্ত মুহূর্ত
মুমুর্ষ মুমূর্ষু
স্বার্থক সার্থক
মুখস্ত মুখস্থ
প্রতিযোগীতাপ্রতিযোগিতা
বিদ্যুতবিদ্যুৎ
দেশাত্ববোধক দেশাত্মবোধক
তরী তরি
রজনী রজনি
অনুষ্ঠিতব্য অনুষ্ঠাতব্য
মহামারী মহামারি
বিবাদমান বিবদমান
গো (Cow); যেমন: গোসম্পদ, গোশালা, গোবর, গোরূপ, গোয়ালা।
স-জাত বিসর্গযুক্ত অ-কারের পর |ক| ও |প| বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ কিংবা শ/ষ/স থাকলে সন্ধির পর বিসর্গযুক্ত অ-কার অপরিবর্তিত থাকে [ইতঃ+পূর্বে=ইতপূর্বে / ইতঃপূর্বে]। কিন্তু বিসর্গযুক্ত অ-কারের পর |ক| ও |প| বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ কিংবা য/র/ল/হ থাকলে সন্ধির ফলে /অঃ/ স্থানে /ও/ হয় [ইতঃ+মধ্যে=ইতোমধ্যে]।