Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
বাংলা একাডেমি প্রকাশিত বইয়ের নিম্নমান প্রসঙ্গে – Dr. Mohammed Amin

বাংলা একাডেমি প্রকাশিত বইয়ের নিম্নমান প্রসঙ্গে

ড. মোহাম্মদ আমীন
“বাংলা একাডেমীর খুব কম বইই মূল্যবান। অধিকাংশ বইই তুচ্ছাতিতুচ্ছ চিন্তার প্রকাশ, অসংখ্য বই ইংরেজি বইয়ের— এমনকি বাঙলা বইয়ের নকল; কিন্তু লেখকরা তা স্বীকার করেন নি। তাঁরা নকল করেছেন, বিশৃঙ্খলভাবে অনুবাদ করেছেন, অনেকে ইংরেজি না বুঝেই অনুবাদ করেছেন, এবং বই হয়ে উঠেছে ভয়াবহ। যদি পাঠ্যবইয়ে ভুল থাকে, তবে তা অবিলম্বে পরিত্যাজ্য; ভুল পাঠ্যবই এইডসের থেকেও ক্ষতিকর। অনুবাদ কতোটা ভুল, বিকৃত হ’তে পারে, তা বাংলা একাডেমীর কিছু বই না দেখলে বিশ্বাস হয় না।”
সূত্র : সীমাবদ্ধতার সূত্র (পৃ ১৩৭), হুমায়ুন আজাদ, চতুর্থ মুদ্রণ : অক্টোবর ২০১৪, আগামী প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *