বাংলা টাং টুইস্টার

বিধুভূষণ ভট্টাচার্য 

কিছু শব্দবন্ধ বা বাক‌্য আছে যা দ্রুত বারবার বলতে গেলে জিহ্বা জড়িয়ে যায় এবং ভুল উচ্চারণ হয়। এগুলোকে ইংরেজিতে বলে টাং টুইস্টার (tongue twister), বাংলায় বলা যায় দুরুচ্চার্য বাক্য বা শব্দবন্ধ।

কিছু প্রচলিত বাংলা টাং টুইস্টার: ‘পাখি পাকা পেঁপে খায়,’ ‘বাবলা গাছে বাঘ ঝোলে’, ‘জলে চুন তাজা, তেলে চুল তাজা’, ‘চাচা চাঁচা চটা চেঁচো, না আচাঁচা চটা চাঁচো,’ ‘বার হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি ‘গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়,’ ‘কাচা গাব, পাকা গাব’, ‘কত না জনতা জানাল যাতনা যতনে।’

ছোটবেলায় ”লেউংড়ার পুলে দিয়া রেল গাড়ী ছুটছে” এজাতীয় আঞ্চলিক টাং টুইস্টারের প্যাঁচে অনেক পড়েছি। কর্মজীবনে একবার ‘সেইম সার্ট সেইম টাই’ দিয়ে সহকর্মীদেরে বেকায়দায় ফেলেছিলাম।

মুক ও বধিরদের ব্যবহৃত আঙ্গুলের সাঙ্কেতিক ভাষায়ও জিহ্বা জড়ানোর মত আঙ্গুল পেঁচিয়ে ফেলবার ঘটনা ঘটতে পারে। তাই সাঙ্কেতিক ভাষার এমন শব্দবন্ধকে বলা হয় ফিঙ্গার-ফাম্বলার (finger fumbler)। এ রকম আরও অনেক শব্দ আছে। যেমন: ‘লোহার রেল লাইন’লোহার রেল লাইন !! লোহার রেল লাইন !! সবচেয়ে কঠিন জলে চুন তাজা, তেলে চুল তাজা।

সূত্র : বিধুভূষণ ভট্টাচার্য, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)।

কয়েকটি গুরুত্বপূর্ণ লিংক :

শুবাচ লিংক

শুবাচ লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/১

শুদ্ধ বানান চর্চা লিংক/২

Language
error: Content is protected !!