বাংলা বানান কোথায় কী লিখবেন : স্বর্ণগর্ভ স্বর্ণগর্ভা বনাম স্বর্ণ চোরাচালান

স্বর্ণগর্ভ বনাম স্বর্ণগর্ভা
ড. মোহাম্মদ আমীন
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত স্বর্ণগর্ভশব্দের অর্থ ভেতরে সোনা আছে এমন, স্বর্ণপূর্ণ প্রভৃতি। অর্থাৎ যার ভেতর স্বর্ণ আছে— সে, ব্যক্তি বা বস্তু; প্রাণী বা জড়; নারী বা পুরুষ যেই হোক, স্বর্ণগর্ভ। কারো পেটের ভেতর যদি স্বর্ণ থাকে তাকে ‘স্বর্ণগর্ভ’ বলা যাবে। সোনার খনিকে ‘স্বর্ণগর্ভ’ বলা হয়; কারণ এর ভেতর স্বর্ণ আছে। তবে কোথাও আগে স্বর্ণ আগে ছিল, এখন নেই— এমন কোনো আধারকে ‘স্বর্ণগর্ভ’ বলা যাবে না। যেমন, গর্ভবতী জীবের গর্ভ খালি হয়ে গেলে তাকে ‘গর্ভবতী’ বলা যায় না।  সিন্দুকের ভেতর যদি স্বর্ণ থাকে তাহলে ওই সিন্দুক  ‘স্বর্ণগর্ভ’ । কারণ, অভিধানমতে, ‘স্বর্ণগর্ভ’ শব্দের ‘গর্ভ’ অর্থ কেবল উদর, জঠর বা গর্ভাশয় নয়— একইসঙ্গে, এমন কোনো  গর্ত বা স্থান, যেখানে স্বর্ণ রক্ষিত আছে। অনেক লোক পেটে স্বর্ণ নিয়ে চোরাচালান করে—  ওই স্বর্ণ যতক্ষণ তাদের পেটের গর্তে রক্ষিত থাকে ততক্ষণ তারাও স্বর্ণগর্ভ। কোনো মহিলার পেটের ভেতর যদি স্বর্ণ থাকে বা চোরাচালানের জন্য স্বর্ণ রক্ষিত রাখে  তো, তাকে কি ‘স্বর্ণগর্ভা’ বলা যাবে ?
এবার দেখা যাক স্বর্ণগর্ভা’ শব্দের অর্থ। বাংলায় ‘আ-প্রত্যয়’ যুক্ত করে পুংবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে পরিণত করার উদাহরণ কম নয়। তাই সাধারণভাবে মনে হতে পারে ‘স্বর্ণগর্ভা’ শব্দটি ‘স্বর্ণগর্ভ’ শব্দের স্ত্রীলিঙ্গ— অর্থাৎ স্ত্রীজাতীয় এমন একটি কিছু যার ভেতর সোনা আছে। তাহলে কী স্বর্ণ চোরাচালাকারী মহিলার গর্তে স্বর্ণ রক্ষিত থাকলে তাকে কি ‘স্বর্ণগর্ভা’ বলা যাবে? 
যাবে না। তবে এমন কোনো মহিলা চোরাচালানিকে স্বর্ণগর্ভ’ বলা যাবে। কেন  স্বর্ণগর্ভা’ বলা যাবে না? কারণ, ‘স্বর্ণগর্ভা’ শব্দটি স্বর্ণগর্ভ শব্দের স্ত্রীজ্ঞাপক অভিধা নয়। বাংলা  একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত স্বর্ণগর্ভা শব্দের অর্থ— সুসন্তান প্রসবকারিণী। তবে এখানে একটা কথা আছে, আসলে কেউ কুসন্তান প্রসব করে না, সবাই সুসন্তানই প্রসব করে। সে হিসেবে মা-মাত্রই ‘স্বর্ণগর্ভা’। এবং প্রত্যেক মায়ের কাছে তার সন্তান— সুসন্তান, অন্যের কাছে হোক সে কুলাঙ্গার, ডাকাত। কালক্রমে কেউ কেউ অন্য লোকের বিবেচনায় নানা কৃতিত্বের অধিকারী হয়, যার কৃতিত্ব বহুলাংশে জননীরই প্রাপ্য। তাই বলা যায়— যে নারী সমাজের বিবেচনায় স্বীয় সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে সেই হ স্বর্ণগর্ভা।
অর্থাৎ ‘স্বর্ণগর্ভ’ ও ‘স্বর্ণগর্ভা’ অর্থে এক নয়, তবে পদ হিসেবে দুটোই বিশেষণ।  দেখুন, আ-কার এর ক্ষমতা।
————————————————————————————————————————————————————
Language
error: Content is protected !!