ড. মোহাম্মদ আমীন
‘সক্ষম’ শব্দের অর্থ সবল, সমর্থ, সুস্থ, কর্মক্ষম, যোগ্য প্রভৃতি। ব্যাকরণের নিয়ম বিবেচনা করলে তৎসম ‘সক্ষম = (স+ক্ষম)’ শব্দটি সিদ্ধ, সুষ্ঠু বা শুদ্ধ নয়। এই অর্থে ‘ক্ষম’ শব্দই সিদ্ধ, সুষ্ঠু ও শুদ্ধ। তাই অনেক ব্যাকরণবিদ ‘সক্ষম’ শব্দের পরিবর্তে ‘সমর্থ’ শব্দের ব্যবহার পছন্দ করেন। তবে ‘সক্ষম’ বাংলা শব্দ হিসেবে দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানেও ‘সক্ষম’ শব্দটিকে প্রমিত হিসেবে গ্রহণ করা হয়েছে। অন্য দিকে, ‘সমর্থ’ অর্থে ‘সক্ষম’ শব্দটি গ্রহণে কোনো অভিধানকার বা সাহিত্যিক বিরূপ মনোভাব পোষণ করেন না। জ্ঞানেন্দ্রমোহন দাস, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, রাজশেখর বসু প্রমুখসহ আরো অনেকে ‘সক্ষম’ শব্দটিকে বিনাদ্বিধায় গ্রহণ করেছেন।
আধুনিক কবি-সাহিত্যিকগণও শব্দটি হরদম ব্যবহার করছেন। অনেকে ‘সক্ষম’ শব্দটিকে অশুদ্ধ গণ্যে পরিত্যাগ করার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন। এ প্রসঙ্গে চিন্তাহরণ চক্রবর্তীর পরমর্শ প্রণিধানযোগ্য। তিনি বলেছেন সচল, “সচকিত, সঠিক, সক্ষম প্রভৃতি অশুদ্ধ কিন্তু প্রতিষ্ঠিত শব্দকে অশুদ্ধ বলে ঠেকিয়ে রাখা যায় না; এদের গ্রহণ করাই সংগত।” তাঁর মতে এসব শব্দের প্রারম্ভে যুক্ত দন্ত্য-স আতিশয্য বাচক স্বতন্ত্র শব্দ বা অর্থহীন ধ্বনি মাত্র।
ইত্যাদি বিবেচনায় আমার অভিমত, এসব শব্দের সঙ্গে ব্যাকরণগত অশুদ্ধির কোনো সম্পর্ক বিবেচনা করা সমীচীন নয়।
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
সাধারণ জ্ঞান : বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি