বাংলা বানান কোথায় কী লিখবেন : অভ্যন্তরীণ আভ্যন্তরীণ আভ্যন্তর আভ্যন্তরিক 

অভ্যন্তরীণ আভ্যন্তরীণ আভ্যন্তর আভ্যন্তরিক 

ড. মোহাম্মদ আমীন

অভ্যন্তর (অভি + অন্তর) শব্দের অর্থ ভেতর, মধ্য, অন্তপুর। বাক্যে সাধারণত এটি বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। ‘অভ্যন্তরীণ’ শব্দের অর্থ মধ্যবর্তী, অভ্যন্তরে আছে এমন, ভেতরের প্রভৃতি। এটি সাধারণত বিশেষণ হিসেবে পাওয়া যায়। ‘আভ্যন্তর’ শব্দের অর্থ ভেতর, মধ্য প্রভৃতি। এটিও সাধারণত বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। ‘আভ্যন্তরিক’ শব্দের অর্থ অভ্যন্তরস্থ, অভ্যন্তরীণ প্রভৃতি। এটি বাক্যে সাধারণত বিশষণ হিসেবে ব্যবহৃত হয়। ‘অভ্যন্তর’ শব্দের সঙ্গে বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে শব্দগুলো গঠিত হয়েছে। যেমন: অভ্যন্তর + অ = আভ্যন্তর; অভ্যন্তর + ঈন = অভ্যন্তরীণ; অভ্যন্তর + ইক = আভ্যন্তরিক।

ব্যাকরণ অনুযায়ী ‘আভ্যন্তরীণ’ অশুদ্ধ শব্দ। কেননা, ‘ঈন’ প্রত্যয়ে স্বরের বৃদ্ধি হয় না। স্বরের বৃদ্ধি হয় ঠক্, ঠক্, ঠঞ্ প্রভৃতি প্রত্যয়ে অর্থাৎ ইক প্রত্যয়ে। ‘ঈন’ প্রত্যয়ে ‘ইক’ প্রত্যয়ের নিয়ম আরোপ করার কারণে অসিদ্ধভাবে অশুদ্ধ ‘আভ্যন্তরীণ’ শব্দটির সৃষ্টি হয়েছে। তাই অনেক বৈয়াকরণ এই শব্দটিকে ‘অবৈধ শব্দ’ বলে থাকেন। শুদ্ধ শব্দ হচ্ছে অভ্যন্তরীণ, আভ্যন্তর ও আভ্যন্তরিক

Language
error: Content is protected !!