‘আনুষ্ঠানিক’ কিন্তু ‘আনুভূমিক’ নয় কেন
ড. মোহাম্মদ আমীন
ইক-প্রত্যয় (অ, আ হওয়ার সূত্র)
শব্দের প্রথমে ‘অ’ থাকলে এবং অনুরূপ শব্দের সঙ্গে ‘ইক প্রত্যয়’ যুক্ত হলে প্রারম্ভিক ‘অ’ পরিবর্তিত হয়ে আ/আ-কার’ হয়। যেমন: অক্ষর>আক্ষরিক, অঙ্গ> আঙ্গিক, অনুপূর্ব> আনুপূর্বিক, অনুষঙ্গ> আনুষঙ্গিক, অনুষ্ঠান> আনুষ্ঠানিক, অর্থনীতি> আর্থনীতিক, অহ্ন> আহ্নিক, তত্ত্ব> তাত্ত্বিক, তথ্য> তাথ্যিক, দর্শন> দার্শনিক, পরিভাষা> পারিভাষিক, প্রকৃত> প্রাকৃতিক, প্রত্যহ> প্রাত্যাহিক, প্রবন্ধ> প্রাবন্ধিক, প্রশাসন>প্রাশাসনিক, প্রয়োগ> প্রায়োগিক, মধ্যম> মাধ্যমিক, সত্ত্ব> সাত্ত্বিক, সমসময়> সামসময়িক, স্মরণ> স্মারণিক, শরীর> শারীরিক প্রভৃতি।
ব্যতিক্রম: ক্ষণ> ক্ষণিক, গ্রন্থাগার> গ্রন্থাগারিক, শ্রম> শ্রমিক, রস> রসিক, রবি> রৈবিক, পথ> পথিক ইত্যাদি।
অনুভূমিক বনাম আনুভূমিক
ইংরেজি হরিজন্টাল (horizontal) শব্দের বাংলা প্রতিশব্দ ‘অনুভূমিক’ বাংলায় যাকে বলা যায়— ভৃপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল। কিন্তু অনেকে লিখেন আনুভূমিক। বাংলা ব্যাকরণমতে `আনুভূমিক’ অশুদ্ধ। অনেকে বলেন, আনুষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক, আনুমানিক প্রভৃতি শুদ্ধ হলে ‘আনুভুমিক’ কেন শুদ্ধ হবে না? মনে রাখতে হবে `আনুষ্ঠানিক’ প্রাতিষ্ঠানিক’, `আনুমানিক’ প্রভৃতি ‘-ইক প্রত্যয়’ যোগে গঠিত শব্দ। কিন্ত অনুভূমিক (অনুভূমি+ক) শব্দে ‘-ক’ প্রত্যয় ব্যবহৃত হয়েছে। তাই ‘আনুভূমিক’ নয়, ‘অনুভূমিক’।
সূত্র:ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন
বাংলা বানান শব্দমালা : একবার হলেও পড়ে যান : বানান ভুল কমবে
সমোচ্চারিত শব্দ : শব্দের বানান : শ ষ স /১
সমোচ্চারিত শব্দ : শব্দের বানান : ষ শ স /২
সমোচ্চারিত শব্দ : শব্দের বানান : ষ শ স /৩