ড. মোহাম্মদ আমীন
‘বিশেষ’ শব্দে যদি প্রকার বা ভেদ বোঝায় তাহলে এটি সম্পর্কিত পূর্ববর্তী শব্দের সঙ্গে সেঁটে বসবে। যেমন: দেশবিশেষ, অবস্থাবিশেষ, ইতরবিশেষ, মানুষবিশেষ, গ্রন্থবিশেষ, দর্শনবিশেষ, পুষ্পবিশেষ, জাতিবিশেষ, দেশবিশেষ, যন্ত্রবিশেষ, পাখিবিশেষ, দলবিশেষ ইত্যাদি।
‘বিশেষ’ শব্দটি বিশেষণ হিসেবে (বৈশিষ্ট্যপূর্ণ অর্থে) ব্যবহৃত হলে সম্পর্কিত পরবর্তী শব্দ হতে ফাঁক রেখে বসবে। যেমন: বিশেষ অবস্থা, বিশেষ গ্রন্থ, বিশেষ পুষ্প, বিশেষ ধর্ম, বিশেষ দর্শন, বিশেষ মানুষ, বিশেষ জাতি, বিশেষ আলোচনা, বিশেষ সমাবেশ, বিশেষ প্রার্থনা ইত্যাদি।