Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
বাংলা বানান কোথায় কী লিখবেন : একত্র ও একত্রিত – Dr. Mohammed Amin

বাংলা বানান কোথায় কী লিখবেন : একত্র ও একত্রিত

একত্র ও একত্রিত

ড. মোহাম্মদ আমীন

বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘একত্র’ শব্দের অর্থ সমবেত, সম্মিলিত, মিলিত ইত্যাদি। যেমন: নেতা বললেন, একত্র হও, দেখো, শক্তি কত বেড়ে যায়। একত্র হওয়ার পর শুরু হলো মিছিল। একত্রে এত মানুষ আমি আর দেখিনি।একত্র মানুষের শক্তি অপ্রতিরোধ্য হয়ে উঠল।

বাক্যে বিশেষণ হিসেব ব্যবহৃত বাংলা ‘একত্রিত’ শব্দের অর্থ একত্র করা হয়েছে এমন। যেমন:  সবাই স্কুলের মাঠে একত্রিত হলো। অনেকে বলেন, একত্রিত ভুল শব্দ, শুদ্ধ হবে একত্র। আমাদের এসব পুরানো ধ্যানধারণা হতে বের হয়ে আসতে হবে। বাংলাকে যারা সংস্কৃত মনে করেন, তাদের কাছে সংস্কৃত ছাড়া সবকিছু অশুদ্ধ হতে পারে। বাংলা সংস্কৃত নয়। একত্রিত বাংলা শব্দ। শব্দটির গঠন সংস্কৃতমতে ভুল হতে পারে, বাংলামতে ‘একত্রিত’ একটি শুদ্ধ শব্দ। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ‘একত্রিত’ শব্দটি প্রমিত হিসেবে নির্দেশিত হয়েছে। অতএব, একত্রিত অশুদ্ধ নয়, শুদ্ধ এবং প্রমিত।