বহিঃ ও বহি নিমোনিক :
অব্যয় হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘বহিঃ (√বহ্+ইস্)’ শব্দের অর্থ বাহির। ‘বহিঃ’ শব্দের সঙ্গে যখন কোনো শব্দ বা শব্দাংশ যুক্ত হয়, তখন কোথাও ‘বহিঃ’ শব্দের বিসর্গ অবিকল থেকে যায় আবার কখনও বিসর্গ থাকে না। প্রশ্ন হলো, এটি কীভাবে মনে রাখবেন? এজন্য একটি নিমোনিক মনে রাখা যায়।
‘বহিঃ’ শব্দের অব্যবহিত পর ‘র’ উচ্চারিত না-হলে ‘বহিঃ’যুক্ত সেসব শব্দে সাধারণত ‘বহিঃ’ বা বিসর্গ অবিকল থাকবে। যেমন : বহিঃপ্রকাশ, বহিঃশক্তি, বহিঃশুল্ক, বহিঃসমর্পণ, বহিঃসমুদ্র, বহিঃস্থ, বহিঃস্থিত ইত্যাদি।
‘বহিঃ’ শব্দের পর ‘র’ উচ্চারিত হলে অথবা যুক্তব্যঞ্জন থাকলে সেসব শব্দের বানানে বিসর্গ থাকবে না। যেমন : বহিরংশ, বহিরঙ্গ, বহিরাগত, বহিরাগমন, বহিরাবরণ, বহিরিন্দ্রিয়, বহির্গত, বহির্গমন, বহির্জগৎ, বহির্দেশ, বহির্দ্বার,বহির্বাটি, বহির্বাণিজ্য, বহির্বাস, বহির্ভবন, বহির্ভাগ, বহির্ভূত,বহির্মুখ, বহির্লোক।
‘বহিঃ’ শব্দের পর যুক্তব্যঞ্জন থাকলেও বিসর্গ লোপ পাবে। যেমন: বহিশ্চর, বহিষ্করণ, বহিষ্ক্রান্ত. বহিস্ত্বক।
ব্যতিক্রম : বহিঃস্থ এবং বহিস্থ উভয় বানান শুদ্ধ।
প্রসঙ্গত, নিমোনিক কোনো ব্যাকরণ সূত্র নয়, মনে রাখার সহজ কৌশল মাত্র। এরূপ আর কোনো শব্দ জানা থাকলে এবং নিমোনিকের ব্যতিক্রম কিছু ধরা পড়লে অনুগ্রহপূর্বক জানাবেন। তাহলে, আরও মার্জিত করার চেষ্টা করা হবে।
সূত্র: নিমোনিক প্রমিত বাংলা বানান অভিধান, ড. মোহাম্মদ আমীন।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন