বাংলা বানান : বানানে /ত্ত ত্ত্ব ত্ব ত্ম ত্য/ এর প্রয়োগ বিধি
ড. মোহাম্মদ আমীন
বানানে /ত্ত ত্ত্ব ত্ব ত্ম ত্য/ এর প্রয়োগ বিধি/১
শব্দের শেষে ত্ত:
কোনো শব্দের শেষে /ত্/ৎ/দ/-বর্ণের যে কোনোটি থাকলে এবং সে শব্দের শেষে /-ত/ প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়ান্ত শব্দের শেষ বর্ণ /ত্ত/ হয়। যেমন: চিত্+ ত = চিত্ত, কৃৎ+ ত = কৃত্ত। তেমনি:
আত্ত, আয়ত্ত, উদাত্ত, উদ্বৃত্ত, উন্মত্ত, উপাত্ত করায়ত্ত, কৃত্ত
দত্ত, দুর্বৃত্ত, নিবৃত্ত, পিত্ত, পরাবৃত্ত, প্রদত্ত, প্রবৃত্ত,
প্রমত্ত, প্রায়শ্চিত্ত, বিত্ত, মত্ত,
লোকায়ত্ত,
স্বায়ত্ত।
বানানে /ত্ত ত্ত্ব ত্ব ত্ম ত্য/ এর প্রয়োগ বিধি/২
শব্দের শেষে ত্ত্ব:
মূল শব্দের শেষে খণ্ড-ৎ থাকলে এবং তার সঙ্গে /-ত্ব/ প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়ান্ত শব্দের শেষবর্ণ /ত্ত্ব/ হয়। যেমন: মহৎ+ত্ব= মহত্ত; তৎ+ত্ব= তত্ত্ব; সৎ+ ত্ব= সত্ত্ব; বৃহৎ+ ত্ব = বৃহত্ত্ব। তেমনি:
তত্ত্ব- তত্ত্বজ্ঞ, তত্ত্বানুসন্ধান, তত্ত্বাবধান, তত্ত্বাবধায়ক, তত্ত্বীয়, তাত্ত্বিক
-তত্ত্ব: জাতিতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, পুরাতত্ত্ব, প্রত্নতত্ত্ব, ভাষাতত্ত্ব, মনস্তত্ত্ব, সংখ্যাতত্ত্ব, সমাজতত্ত্ব, জাতিতাত্ত্বিক, নৃতাত্ত্বিক, ভূতাত্ত্বিক, সমাজতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বি ইত্যাদি।
সত্ত্ব-: সত্ত্বেও, তৎসত্ত্বেও, আমসত্ত্ব, বোধিসত্ত্ব, মহাসত্ত্ব, শুদ্ধসত্ত্ব, সাত্ত্বিক, অন্তঃসত্ত্বা।
মজা: বৃহত্তর ও মহত্তর বানানে কিন্তু ব-ফলা নেই।
বানানে /ত্ত ত্ত্ব ত্ব ত্ম ত্য/ এর প্রয়োগ বিধি/৩
শব্দের শেষে ত্ব:
মূল শব্দের শেষে /ত্/ৎ/দ/ ছাড়া অন্য বর্ণ থাকলে এবং তার সঙ্গে /-ত্ব/ প্রত্যয় যুক্ত হয়ে বিশেষ্য পদ
গঠিত হলে প্রত্যয়ান্ত শব্দের শেষ বর্ণে /-ত্ব/ হয়। যেমন: এক+ত্ব, অন্ধ+ ত্ব = অন্ধত্ব। তেমনি,
অমরত্ব, অস্তিত্ব, একানায়কত্ব, কবিত্ব, কর্তৃত্ব, কৃতিত্ব গুরুত্ব, ঘনত্ত, জড়ত্ব
ণত্ব, দায়িত্ব, দাসত্ব, দূরত্ব, দ্বিত্ব, নতুনত্ব, নাগরিকত্ব, নেতৃত্ব,
পক্ষপাতিত্ব, পশুত্ব, পিতৃত্ব, পুরুষত্ব, প্রতিনিধিত্ব, প্রভুত্ব,
বিশেষত্ব,ব্যক্তিত্ব, ভ্রাতৃত্ব, মনুষ্যত্ব, মন্ত্রিত্ব, মাতৃত্ব,
লঘুত্ব, শিষ্যত্ব, ষত্ব, সখিত্ব, সতীত্ব,
সভাপতিত্ব, স্বত্ব,স্বামীত্ব, স্থায়িত্ব
পুঙ্গত্ব, বন্ধুত্ব
রাজত্ব।
বানানে /ত্ত ত্ত্ব ত্ব ত্ম ত্য/ এর প্রয়োগ বিধি/৪
শব্দের শেষে ত্ম:
সাধারণত সংস্কৃত আত্মন্ থেকে গঠিত আত্ম শব্দটির অন্ত্যবর্ণে /ত্ম/ দেখা যায়। মূলত এ থেকেই অন্যান্য শব্দের শেষে /ত্ম/ এর আগমন ঘটেছে। যেমন:
অধ্যাত্ম, একাত্ম, ঐকাত্ম্য, দৌরাত্ম্য,
আত্মা, দুরাত্মা, প্রেতাত্মা,
মহাত্মা, মাহাত্ম্য ইত্যাদি।
বানানে /ত্ত ত্ত্ব ত্ব ত্ম ত্য/ এর প্রয়োগ বিধি/৫
শব্দের শেষে ত্য:
—————————–
মূল শব্দের শেষ বর্ণে /ত/ থাকলে এবং তার সঙ্গে সম্বন্ধ ও ভাব অর্থে /-য (ষ্ণ)/ প্রত্যয় যুক্ত হয়ে
বিশেষ্য পদ গঠন করলে শব্দের শেষে ত্য (ত+ য) হয় এবং মূল শব্দের প্রথম বর্ণের
স্বরবৃদ্ধি ঘটে। যেমন: ললিত+ য = লালিত্য, বিপরীত+ য = বৈপরীত্য। তেমনি,
অনুগত> আনুগত্য; অধিপতি> আধিপত্য, একপতি> ঐকপত্য;
একমত> ঐকমত্য, বিপরীত> বৈপরীত্য,
শ্বেত> শ্বৈত্য, স্বজাতি> স্বাজাত্য ইত্যাদি।
বানানে /ত্ত ত্ত্ব ত্ব ত্ম ত্য/ এর প্রয়োগ বিধি/৬
শব্দের শেষে ত্ত:
/ৎ/ত্/-এর পর /ত/ থাকলে সন্ধিতে /ত্ত/ হয়। এর ফলে সন্ধিজাত শব্দের মাঝখানে /ত্ত/ আসে।
অনেক ক্ষেত্রে /উৎ/ উপসর্গের সঙ্গে সন্ধির ফলে শব্দের মাঝখানে /ত্ত/ আসে। যেমন:
উত্তপ্ত (উৎ+তপ্ত), উত্তেজনা (উৎ+ তেজনা),
উত্তম (উৎ+তম), উত্তর (উৎ+তর),
উত্তরণ (উৎ+তরণ), উত্তল (উৎ+তল),
উত্ত্যক্ত (উৎ+ত্যক্ত), পত্তন (পত্+তন),
মৃত্তিকা (মৃৎ+তিকা) ইত্যাদি।
সূত্র : ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/২
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/৩
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/৪
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/৫
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/৬
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/৭
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/৮
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/৯
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১০
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১১
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১২
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১৩
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১৪
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১৫
একনজরে বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১৬
শ্রীচৈতন্য (Chaitanya) ও বাংলা সাহিত্য
বাংলা সাহিত্য অনুবাদ প্রথম ও প্রধান/১
বাংলা সাহিত্য অনুবাদ প্রথম ও প্রধান/২
বাংলা সাহিত্য অনুবাদ প্রথম ও প্রধান/৩
বাংলা সাহিত্য অনুবাদ প্রথম ও প্রধান/৪
বাংলা সাহিত্যে মুসলিম প্রথম ও প্রধান/৫
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/১
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্য পত্রিকা প্রথম ও প্রধান/২
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/৩
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/৪
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/৫
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/৬
বাংলা সংবাদ পত্র সাময়িকী ও সাহিত্য পত্রিকা প্রথম ও প্রধান/৭
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/৮
মহাভারত সংস্করণ চলচ্চিত্র ও গুরুত্ব
মহাভারত কাব্যের পরিসর অধ্যায় চরিত্র ও গুরুত্ব
বাংলা ভাষার পূর্ব পুরুষ ও উৎপত্তি
বাংলা সাহিত্যে মুসলিম প্রথম ও প্রধান
বাংলা সাহিত্যে মুসলিম প্রথম ও প্রধান/২
বাংলা সাহিত্যে মুসলিম প্রথম ও প্রধান/৩
জানা আজানা তথ্যে বাংলা সাহিত্য
জানা অজানা তথ্যে বাংলা সাহিত্য