বাংলা বানান : মূর্ধন্য-ণ : পণ্ডিত থেকে জানোয়ার

পান্ডা ও পান্ডা

ড. মোহাম্মদ আমীন 

‘মূর্ধণ্য-ণ’ সাংঘাতিক দাপুটে বর্ণ।বাংলায় এর চেয়ে বড়ো এবং উঁচু জাতের বর্ণ আর নেই।ক্ষমতাও প্রচণ্ড। ‘ব্রাহ্মণ’ বানানে মূর্ধন্য-ণ।তাই ‘ণ’-কে ব্রাহ্মণ্য বর্ণও বলা হয়। সংস্কৃত ছাড়া অন্য-কোনো শব্দে এটি থাকতে চায় না। শব্দটি চ্যুত হলে যে-কেউ বা যে-কোনো শব্দ মুহূর্তের মধ্যে ‘পণ্ডিত’ থেকে ‘জানোয়ার’ হয়ে যেতে পারে।অনেকে বলেন, পণ্ড+ ইত=পণ্ডিত, অর্থাৎ যারা সবকিছু পণ্ড করে দিতে পারে তারাই পণ্ডিত।

ণত্ব বিধানে ‘অতৎসম’ শব্দের যুক্তাক্ষরের বানানের ক্ষেত্রে বাংলা একাডেমির বানান কমিটির সদস্যগণ একমত হতে পারেননি। একটি মতে বলা হয়েছে, “এসব শব্দের যুক্তাক্ষরে ণ্ট, ণ্ঠ, ণ্ড, ণ্ঢ হবে। যথা: ঘণ্টা, লণ্ঠন, গুণ্ডা।” অন্যমতে বলা হয়েছে, “এসব শব্দের যুক্তাক্ষরে ন্ট, ন্ঠ, ন্ড হবে। যথা: ঘণ্টা, প্যান্ট, প্রেসিডেন্ট, লন্ঠন, গুন্ডা, পান্ডা, ব্যান্ড, লন্ডভন্ড। এখানে ঘণ্টা, লণ্ডভণ্ড প্রভৃতি তৎসম শব্দ। এগুলো কীভাবে অ-তৎসম শব্দের বানানে অন্তর্ভুক্ত হলো? এসব শব্দ তৎসম বলে ণত্ব-বিধানের নিয়মানুসারে ‘মূর্ধন্য-ণ’ হবে। যেমন : ঘণ্টা, লণ্ঠন, গুণ্ডা।” উল্লেখ্য, ‘গুণ্ডা’ শব্দ{√গু-+অ(ঘঞ+বা. গুণ্ডা) সংস্কৃত গুণ্ড থেকে আগত । ‘গন্ডগোল’ বানানটা পছন্দ ছিল না বলে পণ্ডিতগণ ফারসি  ‘গোল’ এর সঙ্গে সংস্কৃত ‘গণ্ড’ লাগানোর আগে ‘মধূর্ন্য-ন’ হরণ করে ‘গন্ডগোল’ পাকিয়ে দিয়েছে। অথচ কাণ্ডকারখানার কাণ্ডে ঠিকই ণ রেখে দিয়েছে। অবশ্য শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, অতৎসম শব্দের বানানে ণ হবে না, ন হবে। তাই ট-বর্গের বর্ণের সঙ্গেও ন দেওয়া হয়।    

পান্ডা শব্দের অর্থ তীর্থস্থানের পূজারি, বাংলায় প্রধান। শব্দটি হিন্দি। আবার অনেকের মতে, শব্দটি এসেছে সংস্কৃত ‘পণ্ডিত’ থেকে। যেটাই হোক, পূজারি পান্ডা তৎসম নয়। তাই শব্দটির বানানে ‘দন্ত্য-ন’ হবে। দ্বিতীয় পান্ডা (panda) এসেছে নেপালি পান্ডা থেকে। এর অর্থ: চীনের বনাঞ্চলেজাত কচিবংশদণ্ডভোজী সংবেদনশীল ভালুকজাতীয় বিরল প্রজাতির প্রাণী। দুই পান্ডার কোনো পান্ডা তৎসম নয়। তাই বানানে ড-য়ের আগে ন হবে। কারণ, অতৎসম শব্দে ণত্ব বিধি প্রযোজ্য নয়। 

প্রয়োগ: পাণ্ডার কোলে পান্ডা, প্রচুর আজ ঠান্ডা।

———————————————————————————————————————————-

বানান বিপর্যয় : বড়ো বিপদে বাংলাভাষী

সাধারণ জ্ঞান সমগ্র

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

শুদ্ধ বানান চর্চা/১

শুদ্ধ বানান চর্চা/২

শুদ্ধ বানান চর্চা /৩

শুদ্ধ বানান চর্চা /৪

সাধারণ জ্ঞান : বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি

বাংলা বানান শব্দমালা : একবার হলেও পড়ে যান : বানান ভুল কমবে

Language
error: Content is protected !!