বাংলা বানান : শুদ্ধ-অশুদ্ধ : দ্বিধাগ্রস্ত হতে হয় যেসব বানানে

ড. মোহাম্মদ আমীন
প্রথম শব্দটি ভুল দ্বিতীয়টিশুদ্ধ 

নিরব> নীরব।

স্বরস্বতী>সরস্বতী

মনিষী>মনীষী
শুশ্রুষা>শুশ্রূষা।

বিদ্যান>বিদ্বান

অপরাহ্ন> অপরাহ্ণ
আকাঙ্খা> আকাঙ্ক্ষা
আকষ্মিক> আকস্মিক
উচ্ছাস> উচ্ছ্বাস
উজ্জল> উজ্জ্বল।

উচ্ছ্বল> উচ্ছল
কুজ্জটিকা > কুজ্ঝটিকা
কৌতুহল >কৌতূহল
চট্রগ্রাম> চট্টগ্রাম
গড্ডালিকা> গড্ডলিকা।

দন্দ্ব > দ্বন্দ্ব।
পরিক্ষা > পরীক্ষা।
পরিস্কার >পরিষ্কার। (যাতে ‘ষ’-এর মতো বহিষ্কারে যেতে না হয়, তাই পরিস্কার’ বানেন ‘দন্ত্য-স’; পরিস্কার জল খেলে পুরস্কার হচ্ছে স্বাস্থ্য।)
পুরষ্কার>পুরস্কার।
ব্যাঞ্জন>ব্যঞ্জন।

ভূল>ভুল
মধুসুদন> মধুসূদন
মুহুর্ত> মুহূর্ত

সান্তনা> সান্ত্বনা (বালকদের বেশি সান্ত্বনা দিতে হয়। তাই সান্ত্বনা বানানে ‘অন্তঃস্থ-ব’ যুক্ত করতে হয়। নিমোনিক)
নুপুর>নূপুর
মনিহরি > মনিহারি।
বানিজ্য>বাণিজ্য, (লবণ)।
শশ্মান>শ্মশান।

পূর্বাহ্ন>পূর্বাহ্ণ,
মধ্যাহ্ণ>মধ্যাহ্ন

ব্যপ্ত>ব্যাপ্ত
দারিদ্র্যতা>দারিদ্র্য ।

উৎস: শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি, প্রকাশক অনুভব, বাংলাবাজার, ঢাকা।

———————————————————————————————————————————–

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন২

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

এককথায় প্রকাশ

পল নিমেষ ক্ষণ দণ্ড মুহূর্ত প্রহর ক্রোশ যোজন

Language
error: Content is protected !!