এতদ্দ্বারা পল্লি কবি জসীমউদ্দীন ও নগর কবি শামসুর রাহমান
ড. মোহাম্মদ আমীন
এতদ্দ্বারা পল্লিকবি জসীমউদ্দীন, শামসুর রাহমান, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, অন্নদাশঙ্কর রায়, মানিক বন্দ্যোপাধ্যায়, ইবরাহীম খাঁ, ড. মুহম্মদ এনামুল হক, আহমদ ছফা, মাইকেল মধুসূদন দত্ত, Ptolemy, মৈত্রেয়ী দেবী, গিরীন্দ্রমোহিনী দাসী, বিভূতিভূষণ, বড়ু চণ্ডীদাস, আরজ আলী মাতুব্বর ও সৈয়দ মুজতবা আলীর নাম এবং কিছু শব্দের বানান নিচে দেওয়া হলো:
ত্রিভুজ, অনুভূতি, গণিত, মাণ, নির্ণয়, অভ্যন্তরীণ, আহৃত,
ত্রিভুজ, অনুভূতি, গণিত, মাণ, নির্ণয়, অভ্যন্তরীণ, আহৃত,
দৌরাত্ম্য, শূন্যস্থান, আবিষ্কার, পরিষ্কার, পুরস্কার,
নমস্কার, বর্ণনা, কৌতূহল, অন্তর্ভুক্ত, কারণ,
তিরস্কার, বহিষ্কার সরস্বতী, দ্বন্দ্ব, মুহূর্ত,
স্বত্বত্যাগ, ব্যবচ্ছেদ, উত্তরসূরি
বাড়ি, মামি, উনিশ, ন্যস্ত,
জাপানি, শ্মশান, ভূত
ইংরেজি, এশীয়
কুমির, ঊর্ধ্ব
বউরানি
তৃণ।
——————————————————-
রানি, বর্ণালি, মিতালি, উচ্ছ্বাস, ঋণ, ভীষণ, ইরান, কর্নেল
আয়রন, সাইরেন, পরান, ঘণ্টা, প্রকাণ্ড, ঘুস, গোরু
লন্ডন, মাস্টার, মসলা, শহর, শরবত, খ্রিষ্টাব্দ
প্রধানশিক্ষক, প্রশ্নসমূহ, কার্যত, যুবতি
এতদ্দ্বারা, পক্ষীনীড়, পচা, শ্রাবণ
জগদ্বিখ্যাত, জগদ্ব্যাপী
শিহরন, আলোড়ন
ভুল, দূষণ,
নিপুণ
গণ।
খাঁটি গোরুর দুধ শুদ্ধ না কি অশুদ্ধ
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন
আপদ্ বনাম বিপদ : বিপৎকাল না কি বিপদকাল
চোখ : কাব্যিক ভাবনা ব্যাকরণিক অভিধা
পুষ্পিতা বাংলা একাডেমি : রজস্বলা না কি রজঃস্বলা
বাংলা বানান : শুদ্ধ অশুদ্ধ : শব্দগুলো জব্দ করুন ভালোভাবে পড়ে
সূত্র: বাংলা ভাষার মজা, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবিলিকেশন্স লি.।