ড. মোহাম্মদ আমীন আমীন
স্ব (উচ্চারণ শ) মানে নিজ, তবে স্বঃ(শহ্) মানে স্বর্গ। (শব্দের শেষে বিসর্গ সাধারণত ‘হ্’-এর মতো উচ্চারিত হয়।)
স্বখাত ( স্ব+খাত; নিজের হাতে খনন করা হয়েছে এমন, যেমন স্বখাতসলিল)।সখাত অর্থ খাতসহ, গর্তসহ।
স্বগত (আত্মগত); স্বগতোক্তি
স্বচ্ছন্দ (অবাধ, স্বাধীন); স্বছন্দে।
স্বতসিদ্ধ নয়, লিখুন স্বতঃসিদ্ধ (স্বভাবসিদ্ধ)। স্বতঃপ্রণোদিত, স্বতঃপ্রমাণিত, স্বতঃপ্রবৃত্ত।
স্বতঃস্ফুর্ত নয়, লিখুন স্বতঃস্ফূর্ত।
স্বত্ব (বিষয় সম্পত্তি ব্যবসায় প্রভৃতিতে অধিকার ও মালিকানা)। যেমন: গ্রন্তস্বত্ব, স্বত্বাধিকার প্রভৃতি।
স্বপ্নবত নয়, লিখুন স্বপ্নবৎ।
স্বপ্নীল নয়, লিখুন স্বপ্নীল।
স্বপ্নে পাওয়া নয়, লিখুন স্বপ্নে-পাওয়া।
স্বব্যাখ্যাতঃ নয়, লিখুন স্বব্যাখ্যাত।
স্বর্ণপ্রসু নয়, স্বর্ণপ্রসূ; ফলপ্রসূ।
স্বর্ণালী নয়, স্বর্ণালি (এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়।।
স্বর্ণসিন্দুর নয়, স্বর্ণসিন্দূর।
স্বস্থ বা সুস্থ অভিন্ন অর্থ বহন করে দুটোই শুদ্ধ।
স্বাগত (আগমন শুভ হোক এমন সম্ভাষণ, welecome)
স্বাচ্ছন্দ নয়, লিখুন স্বাচ্ছন্দ্য। তেমনি: স্বাতন্ত্র্য।
স্বজাতিক নয়, স্বাজাতিক।(স্বজাতি+ইক)।
স্বার্থদ্ধোত নয়, লিখুন স্বার্থোদ্ধত
স্বাবলম্বী কিন্তু, স্বাবলম্বিতা ( স্বামী কিন্তু স্বামীত্ব, স্বামীজি)।
স্বায়ত্ত(স্ব+আয়ত্ত), স্বায়ত্তশাসন, স্বায়ত্তাধীন, স্বায়ত্তীকরণ।
স্বীয় মানে আপন, কিন্তু স্বীয়া অর্থ স্বামীর প্রতি অনুরক্ত নারী।
স্বেচ্ছাঃপ্রণোদিত নয়, স্বেচ্ছাপ্রণোদিত।
স্বৈর অর্থ স্বেচ্ছাচারী, উচ্ছৃঙ্খল; স্বৈরাচারী, স্বৈরশাসক, স্বৈরতন্ত্র।
স্বোপার্জিত, নিজ চেষ্টায় উপার্জিত।
——————————————————————————————————————————————————————-