বাংলা বানান : ‍উ-কার বনাম ঊ-কার

উ-কার বনাম ঊ-কার

ড. মোহাম্মদ আমীন

দ্যুতি কিন্তু দূত।

ধুপধাপ কিন্তু ধূপকাঠি।
পুরান কিন্তু পূরণ।

প্রভু কিন্তু প্রভূত।
পুব কিন্তু পূর্ব।

বিভু কিন্তু বিভূতি
ভুল কিন্তু ভূগোল;

মুক্তি কিন্তু মূর্তি/ মূর্খ।
মুড়ো কিন্তু মূঢ়।

শুদ্ধ কিন্তু শূদ্র।
স্তুতি কিন্তু স্তূপ।

অনুবাদ কিন্তু অনূদিত।
অদ্ভুত কিন্তু কিম্ভূত।

অন্তর্ভুক্ত কিন্তু অন্তর্ভূত।
উন্মুক্ত কিন্তু উন্মূলিত।

কুপি কিন্তু কূপ।
কৌতুক কিন্তু কৌতূহল।

কুটিল কিন্তু কূটনীতি।
চুরমার কিন্তু চূর্ণ।


বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন

সাধারণ জ্ঞান সমগ্র

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান

শুদ্ধ বানান চর্চা লিংক/১

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

সাধারণ জ্ঞান সমগ্র

কীভাবে হলো দেশের নাম

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলাদেশ ও বাংলাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান

অক্সফোর্ড ইউনিভার্সিটি ভর্তি গাইড

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে  ভর্তি হবেন যেভাবে

Language
error: Content is protected !!