উ-কার বনাম ঊ-কার
ড. মোহাম্মদ আমীন
দ্যুতি কিন্তু দূত।
ধুপধাপ কিন্তু ধূপকাঠি।
পুরান কিন্তু পূরণ।
প্রভু কিন্তু প্রভূত।
পুব কিন্তু পূর্ব।
বিভু কিন্তু বিভূতি
ভুল কিন্তু ভূগোল;
মুক্তি কিন্তু মূর্তি/ মূর্খ।
মুড়ো কিন্তু মূঢ়।
শুদ্ধ কিন্তু শূদ্র।
স্তুতি কিন্তু স্তূপ।
অনুবাদ কিন্তু অনূদিত।
অদ্ভুত কিন্তু কিম্ভূত।
অন্তর্ভুক্ত কিন্তু অন্তর্ভূত।
উন্মুক্ত কিন্তু উন্মূলিত।
কুপি কিন্তু কূপ।
কৌতুক কিন্তু কৌতূহল।
কুটিল কিন্তু কূটনীতি।
চুরমার কিন্তু চূর্ণ।