ড. মোহাম্মদ আমীন
১. অর্থনৈতিক ও আর্থনীতিক
নীতি+ ইক= নৈতিক; অর্থ+ নৈতিক= অর্থনৈতিক।
অর্থনীতি+ ইক= আর্থনীতিক।
অতএব, অর্থনৈতিক ও আর্থনীতিক দুটোই শুদ্ধ।
২. সমকালিক ও সামকলিক
কাল+ইক= কালিক; সম+কালিক = সমকালিক।
সমকাল+ইক= সামকালিক।
অতএব, সমকালিক ও সামকালিক দুটোই শব্দ।
৩. প্রশাসনিক ও প্রাশাসনিক
শাসন+ইক= শাসনিক; প্র+শাসনিক = প্রশাসনিক।
প্রশাসন+ ইক= প্রাশাসনিক।
অতএব, প্রশাসনিক ও প্রাশাসনিক দুটোই শুদ্ধ।
৪. সমসাময়িক ও সামসময়িক
সময়+ ইক= সাময়িক; সম+ সাময়িক= সমসাময়িক।
সমসময়+ ইক= সামসময়িক।
অতএব, সমসাময়িক ও সামসময়িক দুটোই শুদ্ধ।
৬. পরলৌকিক ও পারলৌকিক
লোক + ইক = লৌকিক; পর+লৌকিক= পরলৌকিক।
পরলোক + ইক = পারলৌকিক
পরলোক + ইক = পারলৌকিক
অতএব, পরলৌকিক ও পারলৌকিক দুটোই শুদ্ধ।
৭. ইহলৌকিক ও ঐহলৌকক
লোক + ইক = লৌকিক; ইহ+লৌকিক= ইহলৌকিক।
ইহলোক+ইক= ঐহলৌকিক।
অতএব, ইহলৌকিক ও ঐহলৌকিক দুটোই শুদ্ধ।
===========
গীতি ও সংগীত : নজরুলগীতি ও রবীন্দ্রসংগীতের পার্থক্য
প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/২
প্রশাসনিক প্রাশাসনিক ও সমসাময়িক ও সামসময়িক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ