বাংলা ভাষার প্রশস্তি গেয়ে রচিত প্রথম কবিতা

বাংলা ভাষার প্রশস্তি গেয়ে রচিত প্রথম কবিতা
“যে যো বিধি সো বিনা বিধি

যো সো কো সেই স্বাধী

টীলিত মোর ঘর নাহি পড় বেষী

হাড়ীতে ভাত নাহি তিনি আবেশী

বেঙ্গ সংসার মোর বড় ঢিল জাস

চুলি দুধুকি বেণ্ঠে মামায়।।”

চর্যাপদের এ অংশটি বাংলা ভাষার প্রশস্তি গেয়ে রচিত প্রথম কবিতা। এর অর্থ- যে বুদ্ধিমান বলে সেই বুদ্ধিহীন সাধু সেজেছে সততাবিহীন প্রতিবাদে কবি কণ্ঠে দিল তার আত্মপরিচয়। সে ব্রাহ্মণ নয়, সে অমিতাভ নয়, তার পরিচয় সে বাঙালি।’ এখানে কবি বড় গর্বের সঙ্গে নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিয়েছেন।

 

ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Language
error: Content is protected !!