বাংলা ভাষার মজা

আবুল কাসেম ফজলুল হক

বইয়ের নাম : বাংলা ভাষার মজা

লেখক : ড. মোহাম্মদ আমীন
প্রকাশক : পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
প্রচ্ছদ : ধ্রুব এষ
ভূমিকা : আবুল কাসেম ফজলুল হক
মূল্য : ৫৫০টা।
প্রথম প্রকাশ : সেপ্টেম্বর ২০১৯।
আলোচনা 

সুর, ছন্দ, অর্থদ্যোতনা আর উচ্চারণ বৈচিত্র্যের বহুমুখীনতা বিবেচনায় বাংলা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষা। প্রতিটি বাংলা শব্দ ব্রহ্মের সৌকর্ষে অভিভূত করে দিতে পারে যে কাউকে, যদি তা শৈল্পিক সজ্জায় কিরণিত করা যায়। বাংলা শব্দ, বাক্যে বসে ব্রহ্মের মতো হয়ে কত না রঙের মেলা ঘটাতে পারে, সৃষ্টি করতে পারে কত মজার লীলা, মনোহর কাহিনি, হৃদয় বিদারক সাহিত্য- তা বাংলাভাষী মাত্রই অবগত। প্রকৃতির সঙ্গে একীভূত বাংলা ভাষা প্রকৃতির মৃন্ময়ে গড়ে তুলতে পারে নানা মজার বুলি, প্রবাদ, প্রবচন, বাগধারা, ছড়া, কবিতা; বাংলা গান প্রকৃতির না প্রকৃতি বাংলা গানের- তা নিয়েও সংশয় সৃষ্টি হতে পারে।

প্রাচীন কাল হতে বাংলার এমন বৈচিত্র্যময় সৃজনশীলতা শুধু বাংলা ভাষার একক অবদান নয়, বাংলার প্রকৃতি, বাংলার ইতিহাস আর বাংলার মানুষের আচার-আচরণ এবং সৃজনশলতার অসংখ্য প্রমাণ প্রতিটি শব্দের মর্মে মর্মে বিনীত মুগ্ধতায় দ্যোতিত হয়।  সাজাতে জানলে একটি সাধারণ শব্দও বাক্যে বসে পারমাণবিক বোমার চেয়ে বিশাল শক্তি লাভ করতে পারেÑ তবে এ শক্তি ধ্বংসের নয়, সৃষ্টির, কান্নার নয়, উল্লাসের। শুধু তাই নয়, বাংলার প্রতিটি শব্দ এক একটা ইতিহাস- মহাভারত, রামায়ণ এবং পরবর্তীকালে প্রাত্যহিক জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি ঘটনাকে ঘিরে গড়ে উঠেছে এক একটি শব্দ। কলকল করে জলে ভরে বলে কলস, লেডি ক্যানিং-এর প্রিয় ছিলেন বলে পানতুয়া আকৃতির মিষ্টির এখন ল্যাডিকোনি, দাউদ খান থেকে দাদখানি; এমন হাজার হাজার উদাহরণ দেওয়া যায়।

এটাই বাংলা ভাষার মজা এবং চিরায়ত সৌন্দর্য। এই মজা আর চিরায়ত সৌন্দর্যের বিষয়টি কত মনোরম, মধুর, সরস এবং শৈল্পিক তা-ই বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে। ‘বাংলা ভাষার মজা’ শিরোনামের বইটি শুধু বাংলা ভাষার মজাতে সীমাবদ্ধ রাখা হয়নি। গল্প, কবিতা, ইতিহাস, ছড়া, প্রবাদ-প্রবচন, পৌরাণিক কাহিনি প্রভৃতির সঙ্গে বাংলা বানান, বাংলা শব্দের অর্থ, শব্দের বিশ্লেষণ, প্রয়োগ, বিবর্তন, ভাষিক সৌন্দর্যের পারম্পরিক অনুবোধ এবং বাক্যে শব্দচয়নে শব্দ, প্রবাদ-প্রবচন ও উৎস-ইতিহাসের গুরুত্ব সম্পর্কে জানার জন্যই বইটি পাঠ করা আবশ্যক বলে আমি মনে করি।

যা আছে বইটিতে সেগুলোর শিরোনাম নিম্নে দেওয়া হলো :
অপ যে রূপ- অপরূপ
গরিবের তিন বল
আমন্ত্রণ ও নিমন্ত্রণ
উপমা ও তুলনা
বামপন্থি বনাম ডানপন্থি
মরা গোরু হেঁটে যায়
আঁখির ভিতর পাখির বাসা
জয় বাংলা একুশে
হরির উপরে হরি
মরহুম বিবাহিত স্ত্রী
নির্দেশ ও নির্দেশনা
আমার ছেলে ছেলেটি, বেড়ায় যেন গোপালটি
বাচ্চা শিশু
জল পানি
আপনি ভাই খেয়েছেন, আমিও ভাই খেয়েছি
আমি খাসি আমার সাহেব বলদ
দায়িত্ব ও কর্তব্য
প্লিজ বসেননা
রবীন্দ্রনাথের নিচ নীচ
শুভসন্ধ্যা এবং শুভ সন্ধ্যা
ভাতের জন্য ভাতার
মঞ্জুভাষণ
GHOTI শব্দের উচ্চারণ
সাত সকাল
ভালোবাসা ও প্রেম
ব্রাশ ফায়ার ও ব্রাস্ট ফায়ার
চিকামারা
চিকুনগুনিয়া
দিকবিচিত্রার খুঁটিনাটি
ময়না ও ময়নাতদন্ত
দায়িত্ব এবং কর্তব্য
অবাকে বাক্ নেই, হতবাকে হত
কলম চোরের হাতিয়ার
কুম্ভকর্ণের ঘুম
নদ ও নদী
লক্ষ লক্ষ্য এবং উপলক্ষ্য
সাহাবা থেকে সাহেব
চার্মিং গার্ল থেকে ডাইনি
সস্তার তিন অবস্থা
কৃষ্ণ থেকে কৃষ্ণচূড়া
একজন ও এক জন
যতদিন রবে পদ্মা যমুনা
ঘড়েল
বাসর রাতের বিড়াল
মারের সাগর
কদলি
ঠান্ডায় গ-গোল
পটোল তোলা
মিছিল নিয়ে ধর্মঘট
ভীমরতি ও নিরানব্বইয়ের ধাক্কা
কপোল ভিজিয়া গেল নয়নের জলে
কাক কাকবিষ্ঠা উচ্ছিষ্ট ও বমি
ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল
মূর্তি ও ভাস্কর্য
পাকিস্তান আফগানিস্তান এবং হিন্দুস্থান
কুসংস্কার বাণী
কুম্ভীলক
বাংলা বাঙলা বাঙ্গলা ও বাঙ্গালা
আর্ষপ্রয়োগ
নিপাতনে সিদ্ধ
আম পচে বেল
বাবুল বিস্কুট কোম্পানি শব্দ যমক
মালাউন ও কাফের
শুদ্ধ বানান শুদ্ধ বাংলা
সাতসতের
ইদ এবং ঈদ
হরিঘোষের গোয়াল
বাল আবাল
ফুলের শুভেচ্ছা এবং ফুলেল শুভেচ্ছা
লবণ থেকে লাবণ্য
ইকড়ি মিকড়ি
বিনত ও বিনয়াবনত
অশ্রু অশ্রুজল অশ্রুবারি
যত দোষ নন্দ ঘোষ
যবন-এর যবনিকা
সংজ্ঞা নয় সংজ্ঞার্থ
বাসা বাড়ি
ব্যবহারিক ও ব্যাবহারিক
পার্থক্য ও তফাত
সর্বজনীন বনাম সার্বজনীন
প্রব- নিবন্ধ ও প্রবাদ-প্রবচন
এপার ওপাড়
চীন তুমি চিন
সুচরিতাসু বনাম সুচরিতেষু
রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেননি
খাঁটি গরুর দুধ
পরিবহণ না পরিবহন
আল্পস পবর্ত থেকে অল্প
জাত শব্দ
গর্ব ও গৌরব
সাবেক ও প্রাক্তন
গোরুর খোঁজে গবেষণা
ঘটি-বাঙাল আর জগা বাবুর খিচুড়ি
কলিযুগের কলিক্ষণ
শুভঙ্করের ফাঁকি
রাজা বাদশাহ শাহেনশাহ
ও-কার বিড়ম্বনা
বারোয়ারি
লিঙ্গ-জ্ঞান
জনাব বনাম জনাবা
আমার কথা ফুরালো নটে গাছটি মুড়ালো
আর্য
চড়ুইভাতি
বক ধার্মিক
চিলেকোঠা
অন্নচিন্তা চমৎকারা
কাক ও কাক ভূষণ্ডী
উদোর পিন্ডি বুদোর ঘাড়ে
শনির দৃষ্টি এবং পোড়া শোল
শ্রীঘর
জয়ন্তী
বানপ্রস্থ
বাংলা ভাষার মজা
বিশেষ কচুর সভাপতি
প্রতয়ন ও প্রত্যায়ন
উপলক্ষ ও উপলক্ষ্য
জোড়কলম : খিচুড়ি শব্দ
টিকটিকি ঠিক ঠিক
গোলাম আজম জেলে
সাহেবের সিংহ ভাগ
একজন ও এক জন

 

Total Page Visits: 267 - Today Page Visits: 2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Language
error: Content is protected !!