জেনে নিন বাংলা শব্দার্থ
মিরাজ আহমেদ
শব্দার্থ/২

অটনি= ধনুকের অগ্রভাগ।
অনুবাত= বায়ুর অনুকূল।
অনুঃপুর= হারেম, জেনানা-মহল।
অবদ্য= নিন্দনীয়।
অর্তি= পীড়া।
অসন= ত্যাগ করা।
অশ্ম= পাথর।
আভীর= গোয়ালা।
আসব= মদ, চষক, অরিষ্ট।
উৎপত= পাখি।
এণ= হরিণ।
এন= দোষ।
করবী= ফুল বিশেষ।
কমল= পদ্ম।
কুট= দুর্গ/পাহাড় /তীব্র /কটু।
কোড়া= চাবুক।
কোঁড়া= বাঁশের নতুন অঙ্কুর।
খাদী= ভক্ষক।
গৌর= সমাধি।
তারিক=নৌকার মাশুল আদায়কারী।
নীবার= ধান বিশেষ।
পরস্ব= পরের ধন।
ফীক= কোকিল।
ফিক= মৃদু হাসি।
বল্লব= গোয়ালা।
মর্জিয়া= ডুবুরি।
শতরঞ্জ= দাবা খেলা।
শিখণ্ডিক = মুরগি।
স্বসা= বোন।
শমীর= বৃষবিশেষ।
শবল= নানাবর্ণযুক্ত।
শম্বর = হরিণ।
কুসীদ = সুদ।
সর্বজনীন = সকলের জন্য মঙ্গলকর।
সার্বজনীন = সকলের মধ্যে প্রবীণ, সর্বশ্রেষ্ঠ।
হর্ম্য = দালান।
হরিদ্রা = হলুদ।
হরিৎ= সবুজ।
জেনে রাখা ভালো : শব্দ বানান অর্থ/১
জেনে রাখা ভালো : শব্দ বানান অর্থ/৩
জেনে রাখা ভালো : শব্দ বানান অর্থ/৪
শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন২
বাংলা ভাষার মজা, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবিলিকেশন্স লি.।