ড. মোহাম্মদ আমীন
বাঙালি সম্পাদিত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক
গঙ্গাকিশোর ভট্টাচার্য সম্পাদিত ১৮১৮ খ্রিষ্টাব্দের ১৫ই মে প্রকাশিত ‘বাঙ্গাল গেজেটি’ বাঙালি সম্পাদিত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা। গঙ্গাকিশোর ভট্টাচার্য এবং হরচন্দ্র রায় যৌথভাবে এ পত্রিকাটি প্রকাশ করেছিলেন।
বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা
বাংলা সাহিত্যের প্রথম দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’। পত্রিকাটি ১৮৩১ খ্রিষ্টাব্দে সাপ্তাহিক হিসেবে যাত্রা শুরু করে। ১৮৩৯ খ্রিষ্টাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকর’ দৈনিকে রূপান্তরিত হয়। অতএব ১৮৩৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত দৈনিক সংবাদ প্রভাকর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা।
বাংলাদেশের প্রথম সংবাদপত্র
১৮৪৭ খ্রিষ্টাব্দে অগাস্ট মাসে রংপুর জেলার কুণ্ডি পরগণার জমিদার কালীচন্দ্র রায় চৌধুরীর অর্থানুকূল্যে গুরুচরণ রায়ের পরিচালনা ও সম্পাদনায় প্রকাশিত ‘রঙ্গপুর বার্তাবহ’ বাংলাদেশের প্রথম সংবাদপত্র। এটি বাংলাদেশের প্রথম মফস্বল সংবাদপত্র হিসেবেও খ্যাত। গুরুচরণ রায়কে বর্তমান বাংলাদেশের প্রথম সম্পাদক এবং বাংলাদেশের মফস্বল পত্রিকা ও সাংবাদিকতার জনক বলা হয়।
বাংলা ভাষায় প্রকাশিত বাংলাদেশের দ্বিতীয় সংবাদপত্র
মধুসূদন ভট্টাচার্যের সম্পাদনায় রংপুরের কাকিনীয়ার ভূগোলক বাড়ির জমিদার শম্ভুচন্দ্র রায় চৌধুরীর অর্থানুকূল্যে ১৮৬০ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে রংপুর হতে প্রকাশিত সাপ্তাহিক ‘রঙ্গপুর দিকপ্রকাশ’ বাংলা ভাষায় প্রকাশিত বাংলাদেশের দ্বিতীয় সংবাদপত্র।
বাংলাদেশের দ্বিতীয় সংবাদপত্র
১৮৫৬ খ্রিষ্টাব্দের ১৮ই এপ্রিল ঢাকা হতে ইংরেজি ভাষায় সাপ্তাহিক হিসেবে প্রকাশিত ‘ঢাকা নিউজ’ বাংলাদেশের দ্বিতীয় এবং ঢাকা হতে প্রকাশিত প্রথম সংবাদপত্র।
ঢাকার প্রথম বাংলা সংবাদপত্র ও সাময়িক পত্রিকা
১৮৬১ খ্রিষ্টাব্দে ঢাকা হতে কৃষ্ণচন্দ্র মজুমদারের সম্পাদনায় প্রতি বৃহস্পতিবার বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র ‘ঢাকাপ্রকাশ’ ঢাকার প্রথম বাংলা সংবাদপত্র। এটি প্রথম ব্রাহ্মসমাজের মুখপত্র হিসেবে প্রকাশিত হলেও মালিকানা পরিবর্তনের পর দৃষ্টিভঙ্গীও বদলে গিয়েছিল। পত্রিকাটি ১০০ বছর টিকেছিল।
ঢাকা হতে প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা
১৮৬০ খ্রিষ্টাব্দে কৃষ্ণচন্দ্র ও হরিশ্চন্দ্রের যৌথ সম্পাদনায় ঢাকা হতে প্রকাশিত ‘কবিতাকুসুমাবলী’ ঢাকা হতে প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা।
প্রথম শিশুতোষ পত্রিকা
শ্রীরামপুরের খ্রিষ্টান মিশনারিদের উদ্যোগে ১৮১৮ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে প্রকাশিত ও জন ক্লার্ক মার্শম্যান (১৭৯৪-১৮৮৭ খ্রিষ্টাব্দ) সম্পাদিত মাসিক ‘দিগদর্শন’ প্রথম ‘শিশুতোষ’ পত্রিকা। পত্রিকাটি ষোড়শ সংখ্যা অবধি তিনটি সংস্করণে- বাংলা, ইংরেজি ও ইংরেজি-বাংলায় এবং এরপর দশটি সংখ্যা কেবল বাংলায় প্রকাশিত হয়।