ড. মোহাম্মদ আমীন
দ্বিতীয় শিশুতোষ পত্রিকা/প্রথম বিজ্ঞানপত্রিকা
বাংলা সাহিত্যের পত্রিকার ইতিহাসের ২য় শিশুতোষ পত্রিকা ‘পশ্বাবলী’। পত্রিকাটি ১৮২২ খ্রিষ্টাব্দে কলকাতা স্কুল বুুক সোসাইটির পরিচালনায় প্রকাশিত হয়। এটি বাংলা পত্রিকার ইতিহাসে প্রথম ‘বিজ্ঞানপত্রিকা’ হিসেবেও খ্যাত। ১৮৩৩ খ্রিষ্টাব্দ হতে রামচন্দ্র মিত্র ‘পশ্বাবলী’ পত্রিকার স¤পাদক নিয়োজিত হন। তিনি ছিলেন বাংলা শিশু পত্রিকার প্রথম বাঙালি সম্পাদক।
বাংলা ভাষায় প্রথম দেশীয়জন প্রকাশিত শিশুতোষ পত্রিকা
রামচন্দ্র মিত্রের সম্পাদনায় ১৮৩১ খ্রিষ্টাব্দের ডিসেম্বর হতে প্রকাশিত ‘জ্ঞানোদয়’ বাংলা ভাষায় প্রকাশিত ও প্রথম দেশীয়জন সম্পাদিত প্রথম শিশুতোষ পত্রিকা।
পনের বছর বয়সী কিশোর-প্রকাশিত শিশুতোষ পত্রিকা
পনের বছর বয়স্ক কিশোর প্রিয়ামাধব বসু ও যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় কর্তৃক ১৮৫৩ খ্রিষ্টাব্দের ২৬ শে এপ্রিল প্রকাশিত ‘বিদ্যাদর্পণ’ পত্রিকাটি পনের বছর বয়স্ক কিশোর প্রকাশিত ‘শিশুতোষ’ পত্রিকা। এটি বাংলা পত্রিকার ইতিহাসের প্রথম দীর্ঘায়ু শিশুতোষ পত্রিকা। পত্রিকাটি প্রায় পাঁচ বছর টিকে ছিল। ১৯১০ খ্রিষ্টাব্দে প্রকাশিত মাসিক ‘তোষিণী’ ব্রিটিশ আমলে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘায়ু ‘শিশুতোষ’ পত্রিকা। এটি ‘শিশুতোষ’ পত্রিকার ইতিহাসের নবম এবং ঢাকার চতুথ শিশুতোষ পত্রিকা।
বাংলাদেশের প্রথম শিশুতোষ পত্রিকা
১৮৮৩ খ্রিষ্টাব্দে ঢাকা হতে প্রকাশিত ‘বালিকা’ পত্রিকাটি বাংলাদেশ হতে প্রকাশিত প্রথম ‘শিশুতোষ’ পত্রিকা।
বাংলাদেশের দ্বিতীয় কিন্তু মফস্বল হতে প্রকাশিত প্রথম শিশুতোষ পত্রিকা
১৮৮৮ খ্রিষ্টাব্দের জুলাই-অগাস্ট মাসে সারদা প্রসাদ বসুর স¤পাদনায় যশোর হতে প্রকাশিত মাসিক ‘সুখীপাখী’ বাংলাদেশের দ্বিতীয় এবং মফস্বল হতে প্রকাশিত প্রথম ‘শিশুতোষ’ পত্রিকা।
চট্টগ্রাম হতে প্রকাশিত প্রথম শিশুতোষ পত্রিকা
১৮৯৮ খ্র্রিষ্টাব্দে এপ্রিল মাসে রাজ্যেশ্বর গুপ্তের সম্পাদনায় প্রকাশিত শিশু পত্রিকা ‘অঞ্জলি’ চট্টগ্রাম হতে প্রকাশিত প্রথম ‘শিশুতোষ’ পত্রিকা।
শিশুতোষ পত্রিকার প্রথম রাজনীতি বিষয়ক লেখা
১৮৮৩ খ্রিষ্টাব্দে ‘শিশুতোষ’ পত্রিকা ‘সখা’য় প্রকাশিত বিপিনচন্দ্র পাল রচিত ‘সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়’ (১৮৪৮–১৯২৫) এর কারাবাস নিয়ে প্রকাশিত প্রবন্ধটি বাংলা শিশু পত্রিকায় প্রকাশিত প্রথম রাজনীতি বিষয়ক রচনা।
পত্রিকায় প্রথম ধারাবাহিক উপন্যাস
১৮৬৯ খ্রিষ্টাব্দে বালক ও স্ত্রীলোকদের জন্য কলকাতা ট্রাক সোসাইটি পরিচালিত প্রত্রিকা ‘জ্যোতিরিঙ্গন’ এ প্রথম ধারাবাহিক উপন্যাস প্রকাশ করা হয়।
বাংলা সাহিত্যে মুসলিম প্রথম ও প্রধান/৫
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/১