ড. মোহাম্মদ আমীন
প্রথম আদর্শ শিশুতোষ পত্রিকা
কেশবচন্দ্র সেনের (১৮৩৮-১৮৮৪ খ্রিষ্টাব্দ) স¤পাদনায় প্রকাশিত শিশুতোষ পত্রিকা ‘বালকবন্ধু’ বাংলা প্রথম আদর্শ ‘শিশুতোষ’ পত্রিকা।
প্রথম ‘ব্যঙ্গাত্বক’ পত্রিকা
১৯২৪ খ্রিষ্টাব্দে প্রকাশিত ‘শনিবারের চিঠি’ বাংলা পত্রিকার ইতিহাসে প্রথম ‘ব্যঙ্গাত্বক’ পত্রিকা। এটি সাপ্তাহিক হিসেবে প্রতিসপ্তাহে একবার প্রকাশিত হতো।
বাংলা সাংবাদিকতার প্রতিষ্ঠা
সমাচার দর্পণ পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যের ইতিহাসে সাংবাদিকতার প্রতিষ্ঠা ঘটে। তাই সমাচার দর্পণকে বাংলা সাংবাদিকতার প্রাণ বলা হয়। দিগদর্শন পত্রিকা প্রকাশের অল্প কিছুদিন পর ১৮১৮ খ্রিষ্টাব্দের মে মাসে জে সি মার্শম্যানের স¤পাদনায় শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন হতে ‘সমাচার দর্পণ’ পত্রিকাটি প্রকাশিত হয়। ১৮৪১ খ্রিষ্টাব্দ পর্যন্ত পত্রিকাটি চালু ছিল।
বাংলা সাহিত্যের দিকনির্দেশক ও নীতি-নির্ধারক পত্রিকা
‘সংবাদ প্রভাকর’ পত্রিকাকে বাংলা সাহিত্যের দিক নির্দেশক ও নীতি নির্ধারক পত্রিকা বলা হতো। ‘সংবাদ প্রভাকর’ ১৮৩১ খ্রিষ্টাব্দে সাপ্তাহিক হিসেবে প্রথম প্রকাশিত হয় এবং ১৮৩৯ খ্রিষ্টাব্দের ২৮ শে জানুয়ারি হতে বাংলা ভাষার প্রথম দৈনিক হিসেবে প্রকাশিত হতে থাকে। তদকালে এ পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যের দিক নির্দেশনা ও ভাষার গতি প্রকৃতির নীতি নির্ধারিত হতো। তাই পত্রিকাটিকে বাংলা সাহিত্যের দিক নির্দেশক ও নীতিনির্ধারক পত্রিকা বলা হয়।
সাহিত্য সমালোচনাকারী প্রথম পত্রিকা
১৮৫১ খ্রিষ্টাব্দে রাজেন্দ্রলাল মিত্রের স¤পাদনায় প্রকাশিত ‘বিবিধার্থ সংগ্রহ’ মাসিক পত্রিকাটি বাংলা সাহিত্যের প্রথম সাহিত্য সমালোচনার সূত্রপাত ঘটায়। তবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর ‘বঙ্গদর্শন’ পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যের ইতিহাসে যথার্থ সাহিত্য সমালোচনার সূচনা ঘটিয়েছিলেন।
তত্ত্ববোধিনী পত্রিকা
১৮৪৩ খ্রিষ্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পত্রিকাটির প্রতিষ্ঠাতা এবং অক্ষয়কুমার দত্ত সম্পাদক ছিলেন। বাংলা গদ্যের ইতিহাসে পত্রিকাটিকে নবযুগের সূচনাকারী বলা হয়ে থাকে।
বাংলা ভাষার প্রথম পাক্ষিক পত্রিকা
১৮৭৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত ‘বালকবন্ধু’, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পাক্ষিক পত্রিকা।
বাংলা ভাষায় শিশুদের জন্য প্রকাশিত প্রথম শিশুপত্রিকা
১৮৮২ খ্রিষ্টাব্দে প্রমাদচরণ সেনের সম্পাদনায় প্রকাশিত মাসিক ‘সখা’ বাংলা ভাষায় শিশুদের জন্য প্রকাশিত প্রথম পত্রিকা।
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১২
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১৩
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১৪
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১৫
শ্রীচৈতন্য (Chaitanya) ও বাংলা সাহিত্য
বাংলা সাহিত্য অনুবাদ প্রথম ও প্রধান/১
বাংলা সাহিত্য অনুবাদ প্রথম ও প্রধান/২
বাংলা সাহিত্য অনুবাদ প্রথম ও প্রধান/৩
বাংলা সাহিত্য অনুবাদ প্রথম ও প্রধান/৪
বাংলা সাহিত্যে মুসলিম প্রথম ও প্রধান/৫
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/১
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্য পত্রিকা প্রথম ও প্রধান/২
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/৩
মহাভারত সংস্করণ চলচ্চিত্র ও গুরুত্ব
মহাভারত কাব্যের পরিসর অধ্যায় চরিত্র ও গুরুত্ব
বাংলা ভাষার পূর্ব পুরুষ ও উৎপত্তি
বাংলা সাহিত্যে মুসলিম প্রথম ও প্রধান
বাংলা সাহিত্যে মুসলিম প্রথম ও প্রধান/২
বাংলা সাহিত্যে মুসলিম প্রথম ও প্রধান/৩
জানা আজানা তথ্যে বাংলা সাহিত্য
জানা অজানা তথ্যে বাংলা সাহিত্য