ড. মোহাম্মদ আমীন
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম কিশোর পত্রিকা
১৯৪৯ খ্রিষ্টাব্দে শিশু সাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্রের সম্পাদনায় প্রকাশিত ‘কিশোর’ পত্রিকাটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম কিশোর পত্রিকা।
প্রথম সচিত্র মাসিক
১৮৫১ খ্রিষ্টাব্দে রাজেন্দ্রলাল মিত্রের স¤পাদনায় প্রকাশিত মাসিক ‘বিবিধার্থ সংগ্রহ’ বাংলা পত্রিকার ইতিহাসে প্রথম সচিত্র মাসিক পত্রিকা। বঙ্গভাষানুবাদক সমাজের আনুকূল্যে পত্রিকাটি প্রকাশ হতো।
বঙ্গদর্শন : বাংলা সাহিত্যের সবচেয়ে সমৃদ্ধ পত্রিকা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ১৮৭২ খ্রিষ্টাব্দে প্রকাশিত মাসিক ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি বাংলা সাহিত্যের ইতিহাসে সবচেয়ে সমৃদ্ধ সাহিত্য পত্রিকা হিসেবে খ্যাতি অর্জন করেছিল। বঙ্কিমচন্দ্রের পর যথাক্রমে তাঁর অগ্রজ সঞ্জীবচন্দ্র, শ্রীশচন্দ্র মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর এবং সর্বশেষ মোহিতলাল মজুমদার পত্রিকাটি স¤পাদনা করেন। ‘বঙ্গদর্শন’কে উনিশ শতকের শ্রেষ্ঠ পত্রিকা বলা হয়।
রবীন্দ্রনাথের পত্রিকা
১৮৭৭ খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত ও তাঁর স¤পাদনায় প্রকাশিত সাময়িক পত্রিকা ‘ভারতী’ রবীন্দ্রনাথের পত্রিকা নামে খ্যাত। পত্রিকাটিকে ঘিরে সাহিত্যিকচক্র নামে খ্যাত ‘ভারতী গোষ্ঠী’ গড়ে উঠে। ১৮৯১ খ্রিষ্টাব্দে প্রকাশিত মাসিক ‘সাধনা’ পত্রিকা প্রতিষ্ঠিত হওয়ার চার বছর পর রবীন্দ্রনাথ পত্রিকাটির স¤পাদনার দায়িত্বভারও গ্রহণ করেছিলেন। এজন্য ভারতী ও সাধনা পত্রিকাকে রবীন্দ্রনাথের পত্রিকা বলা হয়।
সাধনা ও সবুজপত্র
১৮৯১ খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথের ভ্রাতষ্পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় সাধনা প্রকাশিত হয়। চতুর্থ বছর হতে রবীন্দ্রনাথ নিজে ‘সাধনা’র সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৪১ খ্রিষ্টাব্দে প্রমথ চৌধুরীর স¤পাদনায় ‘সবুজপ্রত্র’ প্রকাশিত হয়।
বাঙালি মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা
১৮৩১ খ্রিষ্টাব্দে কলিকাতার কলিঙ্গা মহল্লা হতে মৌলভী শেখ আলিমুল্লার স¤পাদনায় প্রকাশিত দ্বি-সাপ্তাহিক পত্রিকা ‘সমাচার সভারাজেন্দ্র’ বাঙালি মুসলমান সম্পাদিত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা।
মুসলমান সম্পাদিত দ্বিতীয় সাময়িক পত্রিকা
১৮৪৬ খ্রিষ্টাব্দে মৌলভী রজব আলীর সম্পাদনায় কলিকাতা হতে প্রকাশিত ‘জগদুদ্দীপক ভাস্কর’ মুসলমান স¤পাদিত দ্বিতীয় সাময়িক পত্রিকা। পত্রিকাটি একই সঙ্গে ইংরেজি, বাংলা, উর্দু, ফারসি ও হিন্দি ভাষায় প্রকাশ করা হত। ভাষার ভারে পত্রিকাটি মাত্র ২ মাস চলতে পেরেছিল।
বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/৪