বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/৮

ড. মোহাম্মদ আমীন

তৃণমূল সাংবাদিকতার উন্মেষ
কাঙ্গাল হরিনাথ মজুমদারের (১৮৩৩-১৮৯৬ খ্রিষ্টাব্দ ) সম্পাদনায় কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে প্রকাশিত এবং কলকাতার গিরিশচন্দ্র বিদ্যারত্নের ‘বিদ্যারত্ন’ যন্ত্রে মুদ্রিত ‘গ্রামবার্তাপ্রকাশিকা’র মাধ্যমে তৃণমূল সাংবাদিকতার উন্মেষ ঘটে। পরে কাঙ্গাল হরিনাথ নিজে কুমারখালীতে ‘মথুরানাথ’ যন্ত্র স্থাপন করে সেখান হতে পত্রিকাটি প্রকাশ ও ছাপার ব্যবস্থা করেন। এ পত্রিকাটি ছিল নগরকেন্দ্রিক সাময়িক পত্রের বিরুদ্ধে প্রথম প্রতিবাদী পত্রিকা। এটি বাংলাদেশের প্রথম গ্রামীণ-পত্রিকা, যাতে গ্রাম বাংলার অবহেলিত গ্রামবাসীর দৈনন্দিন সংবাদ পরিবেশন করা হত। কাঙ্গাল হরিণাথ মজুমদারের হাতে তৃণমূল সাংবাদিকতার উন্মেষ ঘটে। তাই তাঁকে বাংলাদেশের তৃণমূল সাংবাদিকতার জনক বলা হয়।

পেশাদারি সাংবাদিকতার জনক
বাংলা সংবাদপত্রের ইতিহাসে ভবানীচরণ বন্দোপাধ্যায়কে (১৭৮৭-১৮৪৮ খ্রিষ্টাব্দ ) পেশাদারি সাংবাদিকতার জনক বলা হয়।

বাংলা ভাষার প্রথম শ্রেণি সচেতন পত্রিকা
কাজী নজরুল ইসলামের পরিচালনায় ১৯২৫ খ্রিষ্টাব্দের ১৬ই ডিসেম্বর প্রকাশিত সাপ্তাহিক ‘লাঙল’ পত্রিকাটি বাংলা ভাষার ইতিহাসে প্রথম শ্রেণি সচেতন পত্রিকা হিসেবে খ্যাত। শ্রেণি সচেতনতা সৃষ্টিতে লাঙল পত্রিকার ভূমিকা ছিল অপরিসীম।

বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বামপন্থী সাপ্তাহিক
১৯২৭ খ্রিষ্টাব্দের আগস্ট হতে প্রকাশিত ‘গণবাণী’ ও ‘লাঙল’ পত্রিকাকে একত্রিত করে প্রকাশিত ‘গণবাণী’ নামক পত্রিকাটি বাংলা ভাষার প্রথম ‘বামপন্থী’ পত্রিকা। এ পত্রিকাটির জন্য কাজী নজরুল ইসলাম ১৯২৭ খ্রিষ্টাব্দে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল, রেড ফ্লাগ ও শেলির ভাব-অবলম্বনে যথাক্রমে ‘জাগো অনশন বন্দী, রক্তপতাকার গান এবং জাগর তূর্য প্রভৃতি উদ্দীপনমূলক গান রচনা করেছিলেন।

মহিলাদের শিক্ষার উদ্দেশ্যে প্রকাশিত প্রথম পত্রিকা
রাধানাথ শিকদারের সহযোগিতায় প্যারীচাঁদ মিত্রের সম্পাদনায় প্রকাশিত ‘মাসিক পত্রিকা’ নামের পত্রিকাটি মহিলাদের শিক্ষার উদ্দেশ্যে প্রকাশিত প্রথম পত্রিকা।

মুসলিম সম্পাদিত প্রথম সাময়িক পত্রিকা
১৮৩১ খ্রিষ্টাব্দে প্রকাশিত ‘সমাচার সভারাজেন্দ্র’ বাংলা সাহিত্য পত্রিকার ইতিহাসে মুসলিম সম্পাদিত প্রথম সাময়িক পত্রিকা।


বাংলা সাহিত্যে মুসলিম প্রথম ও প্রধান/৫

বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/১

বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্য পত্রিকা প্রথম ও প্রধান/২

বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/৩

বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/৪

বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/৫

বাংলা সংবাদপত্র সাময়িকী ও সাহিত্যপত্রিকা প্রথম ও প্রধান/৬

বাংলা সংবাদ পত্র সাময়িকী ও সাহিত্য পত্রিকা প্রথম ও প্রধান/৭

Language
error: Content is protected !!