বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান /১৪

পোস্ট মাস্টার কবি
বিখ্যাত ‘মহাশশ্মান’ কাব্যের রচয়িতা কাজেম আলী কোরায়শী (ছদ্মনাম কায়কোবাদ) ছিলেন পেশায় ছিলেন পোস্টমাস্টার। তাই তাঁকে পোস্ট মাস্টার কবি বলা হয়।

প্রাচীনতম লোকসাহিত্য ও প্রাচীনতম ছন্দ/ বাংলা লোক সাহিত্যের উৎস
বাংলা সাহিত্যে যত প্রকার লোকসাহিত্য আছে তন্মধ্যে ‘ছড়া’ প্রাচীনতম। ছড়ার ছন্দ বাংলা কবিতার প্রাচীনতম ছন্দ। ছড়ার পূর্বে বাংলা সাহিত্যে অন্য কোনো ছন্দ ছিল না। তাই ছড়াকে বাংলা লোকসাহিত্যের উৎস বলা হয়।
ঔপন্যাসিকের ভাব পরিলক্ষিত মধ্যযুগের কবি
মধ্যযুগের কবিদের মধ্যে কেবল মুকুন্দরাম চক্রবর্তীর লেখায় ঔপন্যাসিকের ভাব পরিলিক্ষিত হয়েছিল। তাঁকে ঔপন্যাসিকের ভাবপরিলক্ষিত মধ্যযুগের প্রথম কবি বলা হয়।

মুকুন্দরামের শ্রেষ্ঠত্ব
মুকুন্দরামের চণ্ডীমঙ্গলের অন্যতম চরিত্র কালকেতু ও ফুল্লরা। তাঁকে প্রাচীন ও নতুন যুগের ‘যুগ সন্ধি স্থলে’র কবি বলা হয়। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তীকে ষোড়শ শতকের মানবরসের প্রথম কবি বলা হয়। তাঁর উপাধি ছিল কবি কঙ্কন।

মধ্যযুগের অবসান
১৭৬০ খ্রিষ্টাব্দে ভারতচন্দ্র গুণাকরের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান ঘটে।

লোকগীতির সম্রাট
হাসান রাজা ও লালন শাহ বাংলা সাহিত্যের লোকগীতির সম্রাট হিসেবে পরিচিত।

Language
error: Content is protected !!