বাংলা সাহিত্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেখক

ড. মোহাম্মদ আমীন

আপনার নাম? সাক্ষাৎকার বোর্ডের সভাপতির প্রশ্ন।
প্রার্থী মোজাম্মেল হক শিকদার বললেন, স্যার রহমত আলী।
‘স্যার’ উপাধিটা পেলেন কখন?
স্যার, আমাকে স্যার ডাকবেন না। আমি স্যার নই।
জানতে চাইছি, ‘স্যার’ উপাধিটা পেলেন কখন, দিল কে? এমন ভাবে বললেন, মনে হলো আপনি শিকদার নন, স্যার আইজাক নিউটন।
‘স্যার’ আমি নই, ‘স্যার’ হলেন গিয়ে আপনি। আমি তো স্যার, ষাঁড়।
ষাঁড় মানে?
ষাঁড়ের একটি অর্থ বলদ।
বলদ হবেন কেন?
চাকুরি না-পাওয়া পর্যন্ত প্রত্যেককে বলদই থাকতে হয়।
আপনার বাবার নাম?
জীবিত ছাদেক আলী শিকদার।
জীবিত মানে?
বাবা এখনও জীবিত আছেন। তাই জীবিত ছাদেক আলী শিকদার। মরে গেলে সবাই মৃত লিখেন। না মরলে তো জীবিতই, তাই না স্যার?
জীবিত বলা কী প্রয়োজন?
ঠিক আছে স্যার, আপনি যখন বললেন- আর জীবিত বলব না। গুরুজনের কথা ফেলতে নেই।
এবার তাহলে বলুন আপনার বাবার নাম কী?
অমরহুম ছাদেক আলী শিকদার।
অমরহুম আবার কী?
মরহুমের বিপরীত। মারা গেলে মরহুম, জীবিত থাকলে অমরহুম।আমার বাবা এখনও মরহুম হননি। তাই তিনি অমরহুম। আপনিও অমরহুম।
অমরহুম বলার কারণ?
পিএসসির মরহুম চেয়ারম্যান সাদত স্যার বলেছেন, সাক্ষাৎকারে যা বলার তা স্পষ্টভাবে বলা উচিত। কোনো কিছু লুকানো যাবে না। মারা গেল যদি মরহুম বলি, জীবিত থাকলে তো অমরহুমই বলতে হয়।
শিকদার কী?
মুঘল আমলের রাজস্ব আদায়ে নিয়োজিত কর্মচারীদের শিকদার বলা হতো। আমার পূর্বপুরুষগণ শিকদার ছিলেন।
শিকদার বলা হতো কেন?
তারা লোহার শিক দ্বারা প্রজাদের গুঁতিয়ে গুঁতিয়ে শিক কাবাবের মতো করে রাজস্ব আদায় করতেন। তাই তাদের শিকদার বলা হয়।
ঠিক আছে। এখন বলুন, মাদার উপন্যাসের লেখক কে?
ম্যাক্সিম গোর্কি। রাশিয়ায় বাড়ি, লম্বা লম্বা দাড়ি।
দাড়িতে চন্দ্রবিন্দু আছে?
নেই।
কেন?
দাড়ি ঝুলে থাকে। চন্দ্রবিন্দু দিলে পড়ে ভেঙে যাবে তাই।
ম্যাক্সিম গোর্কি না কি ম্যাক্সিমাম গোর্কি?
আপনি যেটা বলেন স্যার। মনে হয় ম্যাক্সিমাম গোর্কি। এত বড়ো লেখক মিনিমাম হবে কেন। আপনি স্যার ঠিকই বলেছেন। ম্যাক্সিমাম গোর্কি।
সব্যসাচী মানে কী?
যার দুই হাত সমান চলে।
উদাহরণ?
টাইপিস্ট। তার দুই হাত সমান চলে। কম্পিউটার ম্যান; তারও দুহাত সমান চলে। শ্রমিক, রাজমিস্ত্রি- তারাও সব্যসাচী।
বাংলা সাহিত্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেখক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর।
না। এই লেখক রবীন্দ্রনাথের চেয়ে এক লাখগুণ বেশি লিখেছেন। বঙ্কিম, রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, মধুসূদন, অমিয় ভূষণ, অন্নদাশঙ্কর, জসীম উদ্‌দীন, সুনীল, কায়কোবাদ সবাই মিলে যা লিখেছেন এই লেখক তার চেয়ে অনেক অনেক বেশি লিখেছেন, লিখছেন এবং লিখবেন। প্রতিদিন হাজার হাজার লেখা লিখছেন। তাঁর লেখা পড়েনি এমন কোনো লোক-লোকি বঙ্গদেশে নেই। বলেন তো- এই বিখ্যাত লেখকের নাম কী?
মোজাম্মেল হক শিকদার কিছুক্ষণ চিন্তা করে বললেন, জনাব সংগৃহীত।
ঠিক বলেছেন। সংগৃহীত সাহেবের বাবার নাম?
Mr, Collected.
এমন খ্যাতিমান লেখক আর একজন আছেন। তার নাম কী?
সংগ্রহীত।
তিনি কে?
উনি স্যার Mr. Collected সাহেবের অবৈধ সন্তান। সংগ্রহীত হলেন গিয়ে সংগৃহীত সাহেবের জারজ ভাই।
তাঁদের পিতামহের নাম?
Mr. Anonymous.
কারেক্ট। আচ্ছা সেক্স পি আর সাহেবের একটি নাটকের নাম বলুন তো?
অলস ওয়েল দ্যাটস এন্ড ওয়েল।
অলস মনে কী?
Lazy,
lazy দিয়ে একটি বাক্য বলুন তো?
The quick brown fox jumps over the lazy dog. হইছে স্যার?
হইছে।
এবার যাই?
যাই নয়, বলুন আসি।
আসি স্যার?
আসি নয়, বলুন যাই।
—————————-

All Link

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র : পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

 

Language
error: Content is protected !!