বাংলা সাহিত্যে মুসলিম প্রথম ও প্রধান/৩

বাংলা ভাষার ইতিহাসে প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক – শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী।
বাংলা ভাষার ইতিহাসে প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা -বিবি তাহেরন নেছা।
বাংলা ভাষার ইতিহাসে বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক – লায়লা সামাদ।
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার – মীর মোশাররফ হোসেন।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি – শাহ মুহম্মদ সগীর।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি – মাহমুদা খাতুন সিদ্দিকা।
বাংলা ভাষার রচিত প্রথম প্রণোয়পখ্যান -ইউসুফ জোলেখা, রচয়িতা – শাহ মুহম্মদ সগীর; প্রকাশকাল – ১৪-১৫ শতকের মধ্যে।
পুঁথি সাহিত্যের প্রাচীনতম মুসলিম লেখক: সৈয়দ হামজা পুঁথি সাহিত্যের প্রাচীনতম মুসলিম লেখক। মধ্যযুগের শেষদিকে পুঁথি সাহিত্য রচিত হয়। তিনি জন্ম ১৭৩৩ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

Language
error: Content is protected !!