বাজেট : উপমহাদেশের প্রথম বাজেট

উপমহাদেশের প্রথম বাজেট
লর্ড ক্যানিং-এর আমলে ১৮৬০ খ্রিষ্টাব্দের ৭ই এপ্রিল জেমস উইলসন কলকাতায় ভারতে ব্রিটিশ সরকারের প্রথম বাজেট বক্তৃতা দেন এবং ১৮৬০-৬১ অর্থবছরের বাজেট পেশ করেন। ১৮৫৮ খ্রিষ্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ পাস হওয়ার পর রানির হয়ে ভারত শাসন করার জন্য নিয়োগ দেওয়া হয় “গভর্নর জেনারেল ও ভাইসরয়”। ভাইসরয়কে পরামর্শ দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয় ইন্ডিয়ান কাউন্সিল। জেমস উইলসন ছিলেন ইন্ডিয়ান কাউন্সিলের অর্থবিষয়ক উপদেষ্টা।

পাকিস্তান আমলের পূর্ব বাংলার প্রথম বাজেট
১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৬ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের হলঘরে পূর্ববাংলা প্রদেশের প্রাদেশিক পরিষদের অধিবেশনে পূর্ব বাংলার প্রথম বাজেট পেশ করা হয়। প্রসঙ্গত, সে সময় অর্থবছর এপ্রিল থেকে শুরু হতো। পরে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার জুলাই-জুন অর্থবছর ঘোষণা করে। যে হলটিতে বাজটে অধিবেশন বসেছিল সেটি ১৯৮৫ খ্রিষ্টাব্দের ১৫ই অক্টোবর ধসে পড়ে। ১৯৪৮-৪৯ অর্থবছরের প্রথম বাজেট পেশ করেছিলেন হামিদুল হক চৌধুরী। ব্যয় বিবেচনায় ওই বাজেটের আকার ছিলো সাড়ে ৪১ কোটি টাকা। বাজেট ঘাটতি ছিল ৪ কোটি ৩৪ লাখ টাকা ।

Language
error: Content is protected !!