Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
বাজেট : স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট – Dr. Mohammed Amin

বাজেট : স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট

স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট
বঙ্গবন্ধু সরকারের আমলে ১৯৭২ খ্রিষ্টাব্দের ৩০ শে জুন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ।
বাজেটের সংখ্যা
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট হচ্ছে ৪৫তম বাজেট। ২০১৯-২০১০ অর্থবছরের বাজেট হবে ৪৮তম বাজেট। তবে পেশকৃত বাজেটের সংখ্যা ৪৯, কেননা ১৯৯৬-১৯৯৭ অর্থবছরে দুটি বাজেট পেশ করা হয়েছে। প্রথমে পেশ করা হয়েছে অন্তর্বর্তীকালীন বাজেট। এটি পেশ করেছেন ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ এবং পরে একই অর্থ বছরের জন্য মূল বাজেট পেশ করেন শাহ এ এম এস কিবিরিয়া।