স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট
বঙ্গবন্ধু সরকারের আমলে ১৯৭২ খ্রিষ্টাব্দের ৩০ শে জুন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ।
বাজেটের সংখ্যা
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট হচ্ছে ৪৫তম বাজেট। ২০১৯-২০১০ অর্থবছরের বাজেট হবে ৪৮তম বাজেট। তবে পেশকৃত বাজেটের সংখ্যা ৪৯, কেননা ১৯৯৬-১৯৯৭ অর্থবছরে দুটি বাজেট পেশ করা হয়েছে। প্রথমে পেশ করা হয়েছে অন্তর্বর্তীকালীন বাজেট। এটি পেশ করেছেন ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ এবং পরে একই অর্থ বছরের জন্য মূল বাজেট পেশ করেন শাহ এ এম এস কিবিরিয়া।