ড. মোহাম্মদ আমীন
বাংলায় ব্যবহৃত এমন অনেক তৎসম বা তৎসদৃশ শব্দ আছে যেগুলোর বানানে ‘ষ্ট’ কিংবা ‘ষ্ঠ’ আছে। ব্যুৎপত্তি জানা না থাকলে এসব শব্দের বানানে ভুল হওয়ার আশংকা থেকে যায়। ফলে প্রায়শ ‘ষ্ট’ স্থানে ‘ষ্ঠ’ এবং ‘ষ্ঠ’ স্থানে ‘ষ্ট’ চলে আসে। বানানে ‘ষ্ট’ ও ‘ষ্ঠ’ লেখার কিছু নিয়ম আছে। নিয়মগুলি নিচে দেওয়া হলো :
বানানে ষ্ট প্রয়োগের নিয়ম
যেসব শব্দের ধাতুর শেষে ‘শ্’ বা ‘ষ্’ আছে সেসব শব্দের ধাতুর সঙ্গে ত, তি প্রভৃতি প্রত্যয় যুক্ত হলে যথাক্রমে ‘ষ্ট’, ‘ষ্টি’ প্রভৃতি হয়। যেমন : দৃশ্ + ত (ক্ত) দৃষ্ট, কৃষ্ + তি (ক্তিন্) কৃষ্টি, উপ + বিশ্ + ত (ক্ত) উপবিষ্ট। তেমনি : অদৃষ্ট অনিষ্ট অনুষ্টুপ অন্বিষ্ট অবশিষ্ট অরিষ্ট অশিষ্ট অষ্ট আকৃষ্ট আড়ষ্ট আদিষ্ট আবিষ্ট ইষ্ট উপবিষ্ট উষ্ট্র কষ্ট কষ্টি (কষ্টি পাথর) কৃষ্টি ক্লিষ্ট চেষ্টা তুষ্ট দষ্ট দুষ্ট দৃষ্টি দ্রষ্টা ধনুষ্টংকার ধৃষ্ট নষ্ট নিকৃষ্ট (নিবিষ্ট নির্দিষ্ট পিষ্ট পুষ্ট পুষ্টি প্রকৃষ্ট প্রবিষ্ট বিনষ্ট বিশিষ্ট বৃষ্টি বেষ্টন ব্যষ্টি ভ্রষ্ট মুষ্টি (মুষ্টিমেয় মুষ্ট্যাঘাত) যথেষ্ট যষ্টি রাষ্ট্র রুষ্ট লোষ্ট্র হৃষ্ট শিষ্ট ষষ্টি সমষ্টি সৃষ্টি স্পষ্ট স্রষ্টা ইত্যাদি।
বানানে ষ্ঠ-এর ব্যবহার সম্পর্কে একাধিক নিয়ম আছে। নিয়মগুলো হলো :
(১) ‘স্থা’ ধাতুর সঙ্গে অন, আ, উ প্রভৃতি প্রত্যয় যুক্ত হলে ‘ষ্ঠ’ হয়। যেমন : প্রতিষ্ঠান = প্রতি + স্থা + অন, গোষ্ঠ = গো + স্থা + অ প্রভৃতি।
(২) ‘ইষ্ঠ’ প্রত্যয়ে স্বাভাবিকভাবেই ষ্ঠ ব্যবহৃ হয়। যেমন : শ্রেষ্ঠ = শ্রেয়স্ + ইষ্ঠ। সর্বাপেক্ষা বা অতিশয় নির্দেশে এই প্রত্যয় ব্যবহৃত হয়।
(৩) যেসব ধাতুর অন্তে ‘ষ্’ থাকে সেসব ধাতুর সঙ্গে ‘থ’ প্রত্যয় যুক্ত হলে ‘ষ্ঠ’ হয়। যেমন : কোষ্ঠ = কুষ্ + থ।
ষ্ঠ যুক্ত শব্দের আরো কিছু উদাহরণ : অতিষ্ঠ ওষ্ঠ কনিষ্ঠ কুষ্ঠ গরিষ্ঠ গোষ্ঠ গোষ্ঠী ঘনিষ্ঠ জ্যেষ্ঠ জ্যৈষ্ঠ নিষ্ঠ নিষ্ঠা নিষ্ঠুর নিষ্ঠীবন পাপিষ্ঠ পৃষ্ঠ পৃষ্ঠা প্রকোষ্ঠ প্রতিষ্ঠা প্রতিষ্ঠান বরিষ্ঠ বর্ষিষ্ঠ বলিষ্ঠ বশিষ্ঠ বিষ্ঠা ভূমিষ্ঠ ভূয়িষ্ঠ লঘিষ্ঠ শ্রেষ্ঠ ষষ্ঠ ষষ্ঠী সুষ্ঠু প্রভৃতি।
সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই
বাংলা ভাষার মজা, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবিলিকেশন্স লি.।
উৎস: বাংলা ব্যাকরণ অভিধান, ড. মোহাম্মদ আমীন, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।