ড. মোহাম্মদ আমীন
হুমায়ুন আজাদ নজরুলকে ডাকতেন নেজরুল।
মাঝে মাঝে শ্রেণিকক্ষেও নজরুল এবং তাঁর লেখা নিয়ে নানা বিরূপ মন্তব্য করতেন। এ নিয়ে অনেক নজরুলপ্রেমী শিক্ষার্থী কষ্ট
পেলেও প্রত্যক্ষভাবে কিছু বলতে পারতেন না। হাজার হোক শিক্ষক। অধিকন্তু হুমায়ুন আজাদের মতো প্রতিভাধর এবং ঠোঁটকাটা শিক্ষকের কথায় সরাসারি প্রতিবাদ করার সাহসও কারও ছিল না। শুধু তাই নয়, অনেক সময় সাহিত্যসভাতেও হুমায়ুন আজাদ নজরুলের বিরূপ সমালোচনা করতেন।

একদিন এক সাহিত্য-আড্ডায় এক নজরুলপ্রেমী ছফাকে বললেন, হুমায়ুন আজাদ আমাদের জাতীয় কবি নজরুলকে নিয়ে যা তা বলে যাচ্ছেন। এটা কি ঠিক?
ছফা বললেন, আমাদের জন্য ঠিক নয়, কিন্তু হুমায়ুন আজাদের মতো লোকের জন্য বিলকুল ঠিক।
কীভাবে?
ছফা বললেন, শুয়োরের বাচ্চার দাঁত ওঠার পর বাবার পাছায় কামড় দিয়ে দেখে দাঁত শক্ত হয়েছে কি না। হুমায়ুন আজাদ সেটাই করছেন, বেঠিক হবে কেন?
সূত্র : আহমদ ছফা বনাম হুময়ুন হুমায়ূন, ড. মোহাম্মদ আমীন, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।