ড. মোহাম্মদ আমীন
সংযোগ: https://draminbd.com/বাবা-মরে-গেছে-কী-মজা/
খালাত বোন তোড়ার সঙ্গে মাসুদের মেলামেশাটা মাসুদের মেজাজি বাবা আবদুল হাকিম একদম সহ্য করতে পারে না। তোড়াকে
একটা সিডি দেওয়ার কথা মাসুদের। গত রাতে ম্যাসেঞ্জারে কথা দিয়েছে। বাবার ভয়ে আসতে পারছে না তোড়া। মা,তার বাবার বাড়ি গেছে। নইলে সে-ই দিয়ে আসত। মাসুদ, সকালে তোড়ার ম্যাসেঞ্জারে বাংলিশে লিখল :

“Baba More Geche Hatath, Tora taratari Niche ai.”
তোড়া পড়ল, বাবা মরে গেছে হঠাৎ, তোরা তাড়াতাড়ি নিচে আয়।
বাংলায় লিখলে কথাটি হতো : বাবা মোড়ে গেছে হঠাৎ , তোড়া, তাড়াতাড়ি নিচে আয় (সিডিটা নিয়ে যা।)। কিন্তু বাংরেজিতে লেখায় তা হয়েছে, “বাবা মরে গেছে হঠাৎ”। তোড়া, খালুর মৃত্যু সংবাদ জানিয়ে মাসুদের মাকে এসএমএস করল : “Khala, Khalu Sokale Mara Geche. (Inna Lillahe— Rajeun).” [ খালা, খালু সকালে মারা গেছে (ইন্না লিল্লাহে— রাজেউন)।]
মাসুদের মা, স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে তাড়াতাড়ি গাড়ি ধরতে গিয়ে বাসের চাকায় চাপা পড়ে সত্যি সত্যি মারা গেল। স্বামীর এমন আকস্মিক মৃত্যু কোন স্ত্রীই বা সহ্য করতে পারে। মাসুদের মামাতো ভাই রাশেদ বাংলিশে এসএমএস করল মাসুদকে : “Shukh Songbad : Masud Bhaia, Tomar Babar Moto Tomar Mao More Geche.”
বাংলায় লিখলে কথাটি হতো : শোক সংবাদ। মাসুদ ভাইয়া, “তোমার বাবার মতো তোমার মাও মরে গেছে।” কিন্তু বাংলিশ-এক্সপার্ট মাসুদ পড়ল, “সুখ সংবাদ। মাসুদ ভাইয়া, তোমার বাবার মতো তোমার মাও মোড়ে গেছে।”
মাসুদ লিখল, Somassa Nei, Babao More Geche, Mao More Geche. Ora More Gele Ami Torar Songe Kotha Bolte Parbo. (সমস্যা নেই, বাবাও মোড়ে গেছে, মাও মোড়ে গেছে। ওরা মোড়ে গেলে আমি তোরার সঙ্গে কথা বলতে পারব। )
তারপর, মাসুদ আনন্দমনে তোড়ার বড়ো ভাই শিপনকে লিখল, Tora Kothay Re?
শিপন পড়ল : তোড়া কোথায় রে? আসলে মাসুদ লিখতে চেয়েছিল, তোরা কোথায় রে?
শিপন লিখল, কেন?
মাসুদ লিখল, Tora Ale Nodite Half Pant Pore Gosol Korbo. বাংলায় লিখলে হতো, “তোরা এলে হাফ প্যান্ট পরে নদীতে গোসল করব।)
বাংলিশ লেখায় শিপন পড়ল : তোড়া এলে হাফ প্যান্ট পরে নদীতে গোসল করব।
শিপন লিখল : শুয়োরের বাচ্চা, তোকে জবাই করে দেব। আমার বোন তোড়ার সঙ্গে হাফ-প্যান্ট পরে গোসল করার মজা দেখাচ্ছি।
মাসুদ লিখল, Torar Songe Noy. (শিপন পড়ল : তোড়ার সঙ্গে নয়।)
শিপন : কার সঙ্গে?
মাসুদ : Sabar Songe, (শিপন পড়ল : সাবার সঙ্গে।)
শিপন : তুই হারামি আমার প্রেমিকা সাবার সঙ্গেও লুচ্চামি শুরু করেছিস?
এমন সময় ঘরে ঢুকলেন হাকিম সাহেব। তিনি কাঁদছেন।
“কী হয়েছে বাবা?” মাসুদ জানতে চাইল।
হাকিম সাহেব বললেন, তোর মা মারা গেছে। আমি লাশ আনতে যাচ্ছি।
“বাবা, আমি আর কখনো মায়ের ভাষাকে অপমান করব না। মাতৃভাষাকে অপমান করেছি বলে, মা আমাকে ছেড়ে চলে গেছে।
কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল মাসুদ।
জানা অজানা অনেক মজার বিষয়: https://draminbd.com/?s=অজানা+অনেক+মজার+বিষয়
শুবাচ গ্রুপের সংযোগ: www.draminbd.com
শুবাচ যযাতি/পোস্ট সংযোগ: http://subachbd.com/