বাড়া বারা জাহান্নম

ড. মোহাম্মদ আমীন

বাড়া বারা জাহান্নম

বাড়া

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, সংস্কৃত বৃদ্ধি থেকে উদ্ভূত বাড়া অর্থ (ক্রিয়াবিশেষ্যে) বৃদ্ধি পাওয়া (লোক বাড়া, সম্পদ বাড়া, ফসল বাড়া, সমৃদ্ধি বাড়া, জ্ঞান বাড়া)। পরিবেশন করা (ভাত বাড়া)। ভাঙা (শাঁখা বাড়া)। অগ্রসর হওয়া (আগে বাড়া)।
এবং বিশেষণে অধিক, বেশি ( এ নিয়ে বাড়াবাড়ি আলোচনা ঠিক হবে না)।
প্রয়োগ: এ মাটি সোনার বাড়া।

বারা 

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, সংস্কৃত বার থেকে উদ্ভূত বারা অর্থ (ক্রিয়াবিশেষণে) বারণ করা, বাধা দেওয়া। একই অভিধানমতে, ঢেঁকিতে ধান ভানা অর্থ প্রকাশেও শব্দটি ব্যবহৃত হয়।
প্রয়োগ: বারাতে বারা করো তাদের সন্ধ্যা ঘনিয়ে।
জাহান্নাম বনাম জাহান্নম 
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, জাহান ফারসি শব্দ। এর অর্থ— (বিশেষ্যে) পৃথিবী, বিশ্বভুবন, বিশ্বব্রহ্মাণ্ড। জাহান্নম আরবি শব্দ। জাহান্নম অর্থ— (বিশেষ্যে) ধর্মীয় বিশ্বাসমতে মৃত্যুর পর পাপীদের শাস্তিভোগের জন্য নির্দিষ্ট স্থান, নরক, দোজখ। দোজখ ফারসি শব্দ। নরক তৎসম। আলংকারিক অর্থে নিকৃষ্টতম স্থানকেও নরক বলা হয়। জাহান্নমের বিপরীতার্থক ‘বেহেশত’ ফারসি শব্দ। জাহান্নাম বানানের কোনো শব্দ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে নেই।
Language
error: Content is protected !!