আরবি, ফারসি, ইংরেজি ও উর্দু- হিন্দি— এসব ভাষার উপসর্গ বাংলা ভাষায় যেসব বিদেশি উপসর্গ প্রচলিত রয়েছে তাদের বিদেশি উপসর্গ বলে। বাংলা প্রচলিত বিদেশি উপসর্গের মধ্যে আরবি, ফারসি, ইংরেজি ও উর্দু- হিন্দি অন্যতম। নিচে এদের বিবরণ উদাহরণসহ দেওয়া হলো:
ফার্সি উপসর্গ
ক্রম | উপসর্গ | অর্থ দ্যোতনা | বাক্য | ||
---|---|---|---|---|---|
১. | কার্ | کار | কাজ | কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি | |
২. | দর্ | در | মধ্যস্থ, অধীন | দরপত্তনী, দরপাট্টা, দরদালান, দরখাস্ত | |
৩. | না | نا | না | নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক | |
৪. | নিম্ | نیم | আধা | নিমরাজি, নিমখুন, নিমমোল্লা | |
৫. | ফি | فی | প্রতি | ফি-রোজ, ফি-হপ্তা, ফি-বছর, ফি-সন, ফি-মাস | |
৬. | বদ্ | بد | মন্দ | বদমেজাজ, বদরাগী, বদমাশ, বদহজম, বদনাম, বজ্জাত, বদহাল, বদবখ্ত | |
৭. | বে | بی | না | বেআদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা, বেহায়া, বেনজির, বেগতিক, বেতার, বেকার, বেশরম, বেতমিজ | |
৮. | বর্ | بر | বাইরে, মধ্যে | বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ | |
৯. | ব্ | ب | সহিত | বমাল, বনাম, বকলম, বহাল | |
১০. | কম্ | کم | স্বল্প | কমজোর, কমবখ্ত, কমআক্কেল, কমপোখ্ত | |
১১. | দস্ত | دست | নিজ | দস্তখত | |
১২. | সে | سه | তিন | সেতার, সেপায়া |
আরবি উপসর্গ
ক্রম | উপসর্গ | অর্থ দ্যোতনা | শব্দ | ||
---|---|---|---|---|---|
১. | আম্ | عام | সাধারণ | আমদরবার, আমমোক্তার | |
২. | খাস্ | خاص | বিশেষ | খাসমহল, খাসখবর, খাসখবর, খাসদরবার, খাসদখল | |
৩. | লা | لا | না | লাজওয়াব, লাখেরাজ, লাওয়ারিশ, লাপাত্তা | |
৪. | গর্ | غير | অভাব | গরমিল, গরহাজির, গররাজি | |
৫. | বাজে | بعض | বিবিধ অপ্রয়োজনীয় | বাজে খরচ, বাজে কথা, বাজে জমা | |
৬. | খয়ের | خير | ভালো | খয়ের খাঁ (মঙ্গলাকাঙ্ক্ষী; বাগধারায়: তোষামোদকারী) |
ইংরেজি উপসর্গ
উপসর্গ | অর্থ দ্যোতনা | উদাহরণ | |||
---|---|---|---|---|---|
১. | ফুল | Full | পূর্ণ | ফুল-হাতা, ফুল-শার্ট, ফুল-বাবু, ফুল-প্যান্ট, ফুল-মোজা | |
২. | হাফ | Half | আধা | হাফ-হাতা, হাফ-টিকেট, হাফ-স্কুল, হাফ-প্যান্ট, হাফ-নেতা | |
৩. | হেড | Head | প্রধান | হেড-মাস্টার, হেড-অফিস, হেড-পণ্ডিত, হেড-মৌলভি | |
৪. | সাব | Sub | অধীন | সাব-অফিস, সাব-জজ, সাব-ইন্সপেক্টর |
উর্দু ও হিন্দি উপসর্গ
উপসর্গ | যে অর্থে ব্যবহৃত হয়েছে | উদাহরণ | ||
---|---|---|---|---|
হর | حر हर |
প্রত্যেক | হররোজ, হরমাহিনা, হরকিসিম, হরহামেশা, হরেক রকম (বিভিন্ন), হরেক আদমি (প্রত্যেক) |
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
প্রশাসনিক প্রাশাসনিক ও সমসাময়িক ও সামসময়িক