বিদেশি উপসর্গ

আরবি, ফারসি, ইংরেজি ও উর্দু- হিন্দি— এসব ভাষার উপসর্গ বাংলা ভাষায় যেসব বিদেশি উপসর্গ প্রচলিত রয়েছে তাদের বিদেশি উপসর্গ বলে। বাংলা প্রচলিত বিদেশি উপসর্গের মধ্যে আরবি, ফারসি, ইংরেজি ও উর্দু- হিন্দি অন্যতম। নিচে  এদের বিবরণ উদাহরণসহ দেওয়া হলো:

ফার্সি উপসর্গ 

ক্রম উপসর্গ অর্থ দ্যোতনা বাক্য
১. কার্ کار কাজ কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি
২. দর্ در মধ্যস্থ, অধীন দরপত্তনী, দরপাট্টা, দরদালান, দরখাস্ত
৩. না نا না নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক
৪. নিম্ نیم আধা নিমরাজি, নিমখুন, নিমমোল্লা
৫. ফি فی প্রতি ফি-রোজ, ফি-হপ্তা, ফি-বছর, ফি-সন, ফি-মাস
৬. বদ্ بد মন্দ বদমেজাজ, বদরাগী, বদমাশ, বদহজম, বদনাম, বজ্জাত, বদহাল, বদবখ্‌ত
৭. বে بی না বেআদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা, বেহায়া, বেনজির, বেগতিক, বেতার, বেকার, বেশরম, বেতমিজ
৮. বর্ بر বাইরে, মধ্যে বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ
৯. ব্ ب সহিত বমাল, বনাম, বকলম, বহাল
১০. কম্ کم স্বল্প কমজোর, কমবখ্ত, কমআক্কেল, কমপোখ্ত
১১. দস্ত دست নিজ দস্তখত
১২. সে سه তিন সেতার, সেপায়া

 আরবি উপসর্গ 

ক্রম উপসর্গ অর্থ দ্যোতনা শব্দ
১. আম্ عام সাধারণ আমদরবার, আমমোক্তার
২. খাস্ خاص বিশেষ খাসমহল, খাসখবর, খাসখবর, খাসদরবার, খাসদখল
৩. লা لا না লাজওয়াব, লাখেরাজ, লাওয়ারিশ, লাপাত্তা
৪. গর্ غير অভাব গরমিল, গরহাজির, গররাজি
৫. বাজে بعض বিবিধ অপ্রয়োজনীয় বাজে খরচ, বাজে কথা, বাজে জমা
৬. খয়ের خير ভালো খয়ের খাঁ (মঙ্গলাকাঙ্ক্ষী; বাগধারায়: তোষামোদকারী)

ইংরেজি উপসর্গ

উপসর্গ অর্থ দ্যোতনা উদাহরণ
১. ফুল Full পূর্ণ ফুল-হাতা, ফুল-শার্ট, ফুল-বাবু, ফুল-প্যান্ট, ফুল-মোজা
২. হাফ Half আধা হাফ-হাতা, হাফ-টিকেট, হাফ-স্কুল, হাফ-প্যান্ট, হাফ-নেতা
৩. হেড Head প্রধান হেড-মাস্টার, হেড-অফিস, হেড-পণ্ডিত, হেড-মৌলভি
৪. সাব Sub অধীন সাব-অফিস, সাব-জজ, সাব-ইন্সপেক্টর

 উর্দু ও হিন্দি উপসর্গ

উপসর্গ যে অর্থে ব্যবহৃত হয়েছে উদাহরণ
হর حر
हर
প্রত্যেক হররোজ, হরমাহিনা, হরকিসিম, হরহামেশা, হরেক রকম (বিভিন্ন), হরেক আদমি (প্রত্যেক)

 

All Link

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র : পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

প্রশাসনিক প্রাশাসনিক  ও সমসাময়িক ও সামসময়িক

বিবিধ এবং হযবরল : জ্ঞান কোষ

সেবা কিন্তু পরিষেবা কেন

ভাষা নদীর মতো নয় প্রকৃতির মতো

এককথায় প্রকাশ

 

Language
error: Content is protected !!